Published : Jul 22, 2025, 06:45 AM ISTUpdated : Jul 22, 2025, 06:47 AM IST
কলকাতা ও দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২৩ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত দুর্যোগের সতর্কতা জারি।
জারি করা হয়েছে সতর্কতা। দক্ষিমের জেলাগুলোতে দুর্যোগ চলবে ২৩ জুলাই বুধবার থেকে ২৭ জুলাই রবিবার পর্যন্ত। এমনই খবর হাওয়া অফিস সূত্রে।
510
এদিকে আজ মঙ্গলবার সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। তার মধ্যে আছে কয় জেলায় বইবে ঝোড়ো হাওয়া।
610
আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিমি গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া।
710
এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি আছে। বুধবার থেকে দক্ষিণের জেলাগুলোতে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। ওই দিন দক্ষিণের সহ জেলায় জারি আছে হলুদ সতর্কতা।
810
বুধবার থেকে বাড়বে বৃষ্টি। তবে, বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় হবে ভারী বৃষ্টি। হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় হতে পারে ভারী বৃষ্টি।
910
তেমনই উত্তরবঙ্গেও হবে বৃষ্টি। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। শুক্রবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বাড়বে বৃষ্টি।
1010
আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে গরম। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি।