Published : Jul 21, 2025, 04:12 PM ISTUpdated : Jul 21, 2025, 04:15 PM IST
২১ জুলাই তৃণমূল কংগ্রসেরে শহিদ দিবস। সেই দিনে ১৯৯৩ সাল থেকেই ধর্মতলায় বড় কর্মসূচি পালন করে ঘাসফুল শিবির। কিন্তু এবার তৃণমূলের পাল্টা কর্মসূচি নিয়েছে বিজেপি।
২১ জুলাই তৃণমূল কংগ্রসেরে শহিদ দিবস। সেই দিনে ১৯৯৩ সাল থেকেই ধর্মতলায় বড় কর্মসূচি পালন করে ঘাসফুল শিবির। কিন্তু এবার তৃণমূলের পাল্টা কর্মসূচি নিয়েছে বিজেপি।
210
পাল্টা কর্মসূচিতেও প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব। এক নেতা যখন উত্তরের কর্মসূচিতে ব্যস্ত, অন্য নেতা তখন ব্যস্তি নিজের খাসতালুক খড়গপুরে বিশেষ কর্মসূচিতে।
সেখানে রীতিমত জমজমাট কর্মসূচি নিয়েছে বিজেপি। যুবমোর্চার কর্মসূচি হলেও সেখানে উপস্থিত রয়েছেন রাজ্যের শীর্ষস্থানীয় নেতারা।
510
অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষের কর্মসূচি সুদূর দক্ষিণবঙ্গে। নিজের খাসতালুক খড়গপুরে। সেখানে শহিদ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান নিয়ে তিনি ব্যস্ত। তবে সেখানে দলের শীর্ষ নেতাদের উপস্থিতি নেই। নিজের মত করে নিজেই অনুষ্ঠান করছেন দিলীপ।
610
উত্তরে শুভেন্দু অধিকারী দক্ষিণে দিলীপ। বিজেপির দুই হাই-ভোল্টেজ নেতা দুই বঙ্গে অনুষ্ঠান করেছে। বিরোধীদের কথায় এই ঘটনায় বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে।
710
যদিও বিজেপি এই নিয়ে কোনও কিছু বলেনি। কিন্তু বিরোধীদের কথায় বিজেপি নেতাদের মধ্যে দূরত্ব বাড়ছে তা পুরোপুরি স্পষ্ট ২১ জুলাইতে।
810
শমীক ভট্টাচার্যের জমানায় বিজেপিতে কিছুটা সক্রিয় হয়েছিলেন দিলীপ ঘোষ। সুকান্ত জমানায় রীতিমত কোনঠাসা ছিলেন দিলীপ। কিন্তু তারপরেও দিলীপের অন্য কর্মসূচি নিয়ে জলঘোলা শুরু হয়েছে গেরুয়া শিবিরে।
910
সম্প্রতি দিলীপ ঘোষকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন জেপি নাড্ডা। সেখানে দলের সঙ্গে তালমিলিয়ে চলার কথাই বলা হয়েছে।
1010
তবে তৃণমূলের ২১ জুলাই বিজেপির যখন ঐক্যবদ্ধ কোনও বার্তা দেওয়ার কথা তখন দুই নেতা দুই বঙ্গে প্রশ্ন তুলে দিয়েছে বিজেপির ফাটল নিয়ে।