বৃষ্টি যেন আর থামছে না। বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তবে, তার প্রভাব এ রাজ্যের আবহাওয়ার ওপর সরাসরি প্রভাব পড়ছে না বলে জানিয়ে দিল হাওয়া অফিস। তবে চলবে ঝড়বৃষ্টি। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
25
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানানো হয়েছে যে এই এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাব সরাসরি প্রভাব পড়ছে না। তেমনই আবার থামছে না বৃষ্টি। এই সময় বিভিন্ন জেলায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
35
আজ বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াতে বইবে ঝোড়ো হাওয়া। জেলাগুলোতে জারি হয়েছে হলুদ সতর্কতা। বাকি সকল জেলাতে সতর্কতা জারি না হলেও চলবে বৃষ্টি।
45
বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়াতে হবে ঝড় বৃষ্টি। আগামী শুক্র ও শনিবার দক্ষিণের সব জেলায় জারি আছে হলুদ সতর্কতা।
55
আগামী শুক্র ও শনিবারও হবে বৃষ্টি। সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। এর মধ্যে আবার ভারী বৃষ্টি হবে মেদিনীপুরে। এদিকে আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।