আশঙ্কা ছিল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির। সদ্য এই বিষয়ই সতর্ক করল হাওয়া অফিস।
মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা আরও প্রবল হচ্ছে। ফলে আরও কদিন চলবে বৃষ্টি।
আজ শুক্রবার পর্যন্ত দক্ষিণের বিভিন্ন জেলায় হবে ঝড় বৃষ্টি- তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস।
আজও প্রায় সকল জেলাতে হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। বইবে ঝোড়ো হাওয়া।
তেমনই বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৭ মে নাগাদ পশ্চিম মধ্য় বঙ্গোপসাগরের ওপর দিয়ে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল।
পরে ৪৮ ঘন্টায় অর্থাৎ ২৯ মে-র মধ্যে ওই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।
তাই দক্ষিণের জেলাগুলোতে সন্ধ্য়ার পর হতে পারে ঝড় বৃষ্টি। ২৮ মে পর্যন্ত থাকবে এমন আবহাওয়া।
এদিকে আজ সকাল থেকে গরম থাকলেও সন্ধ্যার পর হতে পারে বৃষ্টি।
আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনম্নি তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আজও সকাল থেকে পরিষ্কার আবহাওয়া থাকবে। বেলা বাড়লে বাড়বে গরমের তীব্রতা। তেমনই সন্ধ্যার পর হতে পারে বৃষ্টি।
গতকালের মতো আজও বিভিন্ন জেলায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। কোনও কোনও জায়গায় বাতাসের গতি থাকবে ৬০ কিলোমিটার।
Sayanita Chakraborty