- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: মুহূর্তে বদলে যাবে আবহাওয়া, কিছুক্ষণের মধ্যেই সাত জেলায় শুরু হবে বৃষ্টি, কী হবে কলকাতায়?
Weather Update: মুহূর্তে বদলে যাবে আবহাওয়া, কিছুক্ষণের মধ্যেই সাত জেলায় শুরু হবে বৃষ্টি, কী হবে কলকাতায়?
Weather Update: দক্ষিণবঙ্গের সাত জেলায় আজ থেকে শুরু হচ্ছে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের ছয় জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস।

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। সকাল থেকে রোদের তীব্র তেজে উঠছে নাভিশ্বাস।
তবে, আর চিন্তার কারণ নেই। কারণ শীঘ্রই এই তীব্র গরম থেকে মিলবে মুক্তি। কিছুক্ষণের মধ্যেই সাত জেলায় শুরু হবে বৃষ্টি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের সাত জেলাতে হবে ঝড় বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।
আজ মঙ্গলহার ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে হবে বৃষ্টি।
বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। আজ বিকেলের পর থেকে ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝড় ও বাতাস বইবে বলে খবর।
তেমনই উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে।
কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও দার্জিলিং জেলাতে।
ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে হবে বৃষ্টি। আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত হবে বৃষ্টি।
তবে, আজ মঙ্গলবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বুধ ও বৃহস্পতিবার হতে পারে বৃষ্টি। এমনই খবর হাওয়া অফিস সূত্রে।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

