এই মহিলাদের অ্যাকাউন্টে আর ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! কড়া নির্দেশ দিয়েছে রাজ্য সরকার

এই মহিলাদের অ্যাকাউন্টে আর ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! কড়া নির্দেশ দিয়েছে রাজ্য সরকার

Anulekha Kar | Published : Nov 9, 2024 3:34 AM IST
17

এই মহিলারা আর পাবেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। টাকা বাতিল করে দেবে রাজ্য সরকার।

27

কোনও মতেই আর অ্যাকাউন্টে ঢুকবে না টাকা। কড়া আদেশ দিয়েছে রাজ্য সরকার।

37

নবান্নের তরফের জানানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে বিশেষ কিছু নিয়ম অবশ্যেই মেনে চলতে হবে। 

47

রাজ্য সরকার জানিয়েছে এই প্রকল্পের টাকা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আঁধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে। এছাড়াও

57

আধার কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স জমা দিয়ে রাখতে হবে। আধার কার্ড ও স্বাস্থ্য কার্ডের জেরক্স জমা না দিলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।

67

এ ছাড়াও জমা দিতে হবে ব্যাঙ্কের পাশ বইয়ের প্রথম পাতার জেরক্স। টাকা পাওয়ার জন্য এই নথিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

77

এই সব নথি জমা না করলে বা নিয়ম না মানলে কিছুতেই পাওয়া যাবে না এই প্রকল্পের টাকা। বলে কড়া নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 

Share this Photo Gallery
click me!

Latest Videos