গেরুয়া বসনে রচনার কুম্ভ স্নান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যোগীকে দিলেন দরাজ সার্টিফিকেট

Published : Feb 04, 2025, 08:19 PM ISTUpdated : Feb 04, 2025, 09:15 PM IST
Mahakumbh 2025 TMC MP Rachana Banerjee Kumbh bath video goes viral bsm

সংক্ষিপ্ত

কুম্ভ স্নান সেরেই নিজের অভিজ্ঞতা একটি সংবাদ মাধ্যমের সঙ্গে শেযার করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন,'এ এক দারুণ অভিজ্ঞতা।

মহাকুম্ভের (Mahakumbh 2025) অমৃতের সন্ধানে তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। কুম্ভস্নানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হল। ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষ্যে মহাকুম্ভ ছিলেন বিশেষ বসন্ত পঞ্চমী স্নান। সেই বিশেষ স্নান উলক্ষ্যেই রচনা বন্দ্যোপাধ্যায় পৌছে গিয়েছিলেন এলাহাবাদ, বর্তমানের প্রয়াগরাজে। সেখানেই তিনি বিশেষ কুম্ভস্নানে যোগ দেন।

কুম্ভ স্নান সেরেই নিজের অভিজ্ঞতা একটি সংবাদ মাধ্যমের সঙ্গে শেযার করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন,'এ এক দারুণ অভিজ্ঞতা। ওখানকার ব্যবস্থাপনা তুলনাহীন। দুর্ঘটনা তো দুর্ঘটনাই। সেটা ঘটেছে। কিন্তু কুর্নিশ জানাব আয়োজকদের। কোটি কোটি মানুষের শৌচাগার থেকে শুরু থাকার ব্যবস্থা, জল নেমে যাতে কেউ ডুবে না যান, সে জন্য সুরক্ষার ব্যবস্থা করা— এ এক বিরাট কর্মযজ্ঞ। একটা দুর্ঘটনা ঘটার পর উত্তরপ্রদেশ সরকার কিন্তু আরও বেশি তৎপর ও সর্তক হয়ে গিয়েছে।' তাঁর কুম্ভ স্নানের ছবিও আপলোড করেছেন নিজের ইনস্টাগ্রামে। গেরুয়া বসন পরে রচনার ছবি রীতিমত ভাইাল হয়েছে সেটি। রচনা আরও বলেছেন, 'ত্রিবেণী সঙ্গমে পিতৃপুরুষের জন্য তর্পণ করতে পেরেছি, এর থেকে ভাল আর কী বা হতে পারে! স্নানের সময় প্রার্থনা করতে গিয়ে বাবার কথা ভেবে আবেগতাড়িত হয়ে পড়ি। ১৪৪ বছর পর এই মহাকুম্ভ। সেখানে বাবার জন্য প্রার্থনা করতে পারা, এটা চিরস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।' তবে তিনি বলেছেন, তিনি সংসদ হিসেবে বিশেষ কোনও সুবিধে পাননি। তিনি আরও জানিয়েছেন, কেউ কোনও বিশেষ সুবিধে পাচ্ছেন না। তিনি স্পষ্ট করে দিয়েছেন, প্রভাব খাটিয়ে গাড়ি চালিয়ে ঢুকে যাওয়ার কোনও ব্যবস্থাই নেই। সধারণ মানুষের সঙ্গে হেঁটে তিনি গিয়েছেন বলেও জানিয়েছন। তিনি আরও জানিয়েছেন , কিছুটা জলপথে গেছেন তিনি।

দেখুন সেই ভিডিওঃ

 

 

যদিও রচনা যোগী সরকারকে ঢাকাও সার্টিফিকেট দিলেও তাঁর তৃণমূল কংগ্রেস কিন্তু কুম্ভের ব্যবস্থাপনা নিয়ে সরব হয়েছে। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় যোগী আদিত্যনাথকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

PREV
click me!

Recommended Stories

'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর
West Bengal SIR News: ভারতীয় বাবার ‘অচেনা বাংলাদেশি ছেলে’! SIR হতেই সব কাণ্ড ফাঁস