ফেসবুকে আলাপ, বিয়ে করার ১০ দিনের মধ্যে মালদহের যুবকের রহস্য মৃত্যু

Published : Feb 04, 2025, 06:46 PM IST
11 year old child commits suicide

সংক্ষিপ্ত

২২ বছরের মৃত যুবক অজয় মণ্ডল দিনমজুরের কাজ করতেন। সোস্যাল মিডিয়া থেকে অজয়ের সঙ্গে পরিচয় ঘটে মাধবী দাস নামে তরুণীর। পরিচয় থেকে শুরু প্রেম। দুই বাড়ির সম্মতি জানাতেই বিয়ে ঠিক হয়। দিন দশেক আগে বিয়ে করেন তারা দুজনে ।

ফেসবুক থেকে প্রেম। সময়ের সঙ্গে সঙ্গে গাঢ় হয় সম্পর্ক । শেষ পর্যন্ত বিয়েও হয় । কিন্তু বিয়ের ১০ দিনের মধ্যে রহস্যজনক মৃত্যু হয় বছর ২২-এর যুবক অজয় মণ্ডলের। আর এই ঘটনায় শোরগোল পড়ে যায় মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কোনার গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিন দশেক আগে বিয়ে হয়েছিল পেশায় দিনমজুর অজয় মণ্ডলের। বিয়ের পর কাজে গিয়েছিলেন ওই যুবক। দিন তিনেক আগে বাড়িও ফিরে হঠাৎ নিখোঁজ হয়ে যান । মঙ্গলবার তাঁর ঝুলন্ত দেহ দেখা গেল বাড়ির কাছে একটি আমবাগানে। মঙ্গলবার এই ঘটনায় গুঞ্জন ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার কোনার গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। যুবকের দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে । এই ঘটনা নিয়ে নববধূর দাবি, তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনও অশান্তি হয়নি। স্বামীর আত্মহত্যার কারণ নিয়ে তিনি ধন্দে রয়েছেন ।

স্থানীয় ও পরিবার সূত্রের জানা যায়, ২২ বছরের মৃত যুবক অজয় মণ্ডল দিনমজুরের কাজ করতেন। সোস্যাল মিডিয়া থেকে অজয়ের সঙ্গে পরিচয় ঘটে মাধবী দাস নামে তরুণীর। পরিচয় থেকে শুরু প্রেম। দুই বাড়ির সম্মতি জানাতেই বিয়ে ঠিক হয়। দিন দশেক আগে বিয়ে করেন তারা দুজনে । পরিবারের পক্ষ থেকে বলা হয় , বিয়ের তিন দিন পরে কাজের জন্য বাইরে যেতে হয় অজয়কে। ফের বাড়ি ফিরে আসেন। কিন্তু হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান অজয় । মঙ্গলবার বাড়ির কাছে একটি আমবাগান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।

কোনার গ্রামের এক বাসিন্দা জানালেন, গ্রামে বড় পুকুরে মাছ ধরা চলছিল। এমন সময় দুরে দেখা যায় আমবাগানের একটি গাছে দেহ ঝুলছে। পরে কাছে যেতেই চেনা যায় । তিনি বলেন, মাত্র ১০ দিন আগে বিয়ে করেছিল অজয়। খুব ভাল ছেলে ছিল ও । ও কি আত্মহত্যা করেছে, না কি মৃত্যুর নেপথ্যে অন্য কারণ রয়েছে, বুঝতে পারছি না। পুলিশের তদন্তে বেরিয়ে আসুক আসল ঘটনা।

দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট
লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন