লোকসভা ভোটে লড়তে পারবেন না মহুয়া মৈত্র? বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন

কিছুদিন আগেই ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ কাণ্ডে সাংসদ পদ খোয়াতে হয়েছে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে। আর এবার মৈত্রের বিরুদ্ধে নির্বাচনী বিধিবঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল গেরুয়া শিবির।

শুরু হয়েছে গিয়েছে সংসদ দখলের লড়াই। ১৯শে এপ্রিল হয়ে গিয়েছে প্রথম দফার ভোট গ্রহণ। এরই মাঝে বড় খবর তৃণমূলের জন্য। বলা যেতে পারে বড় ধাক্কা আসতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে। ফের খবরে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। যদিও লোকসভা ভোটের কিছুদিন আগেই গিয়েছে সাংসদ পদ। আর তারপর থেকে একের পর এক বিপদ লেগেই আছে মহুয়ার কপালে। যদিও তাতে নড়ে যাননি মহুয়া। রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছেন লড়াইয়ে। প্রচারের ময়দানে তুলছেন ঝড়।

তবে কিছুদিন আগেই ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ কাণ্ডে সাংসদ পদ খোয়াতে হয়েছে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে। আর এবার মৈত্রের বিরুদ্ধে নির্বাচনী বিধিবঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল গেরুয়া শিবির। তাঁর বিরুদ্ধে রাজ্য সরকারের স্টিকার দেওয়া গাড়ি ব্যবহার করার অভিযোগ এনেছে বিজেপি।

Latest Videos

জানা গিয়েছে, শনিবার ই-মেল মারফত জাতীয় নির্বাচন কমিশনে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিজেপি। বিজেপির অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পরেও তিনি সরকারি গাড়ি চেপেছিলেন। রাজ্য সরকারের স্টিকার দেওয়া ছিল ওই গাড়িতে। রীতিমতো প্রমাণ সহ সেই সংক্রান্ত ভিডিও এবং ছবি সমেত নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। নদিয়া জেলা বিজেপি নালিশ জানিয়েছে কমিশনে। শুক্রবারই নদিয়ার জেলাশাসকের অফিসে গিয়ে লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র। এরপরই নাকি বিরাট কাণ্ড ঘটিয়ে বসেন।

বিজেপির অভিযোগ, একজন প্রার্থী নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কীভাবে সরকারি গাড়ি ব্যবহার করতে পারেন? ভোটের মুখে বিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব গেরুয়া শিবির। শুক্রবার একাধিক তৃণমূল বিধায়কের সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য গিয়েছিলেন মহুয়া। কাজ সেরে সরকারি গাড়ি নিয়ে ফিরতে দেখা যায় তৃণমূল নেত্রীকে। তখনই প্রতিবাদ করে বিজেপি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনে বিজেপি, দেখুন সরাসরি
LIVE: স্যালাইন কাণ্ডে Mamata Banerjee-কে একহাত নিলেন Suvendu Adhikari! দেখুন সরাসরি
Nadia Latest News: দেড় মাস বন্ধ পেনশন! কপালে দুশ্চিন্তার ভাঁজ, বিক্ষোভে নামলেন অবসরপ্রাপ্ত কর্মীরা
Rashifal Today: শনিবার ১৮ই জানুয়ারি কেমন কাটবে আজকের এই দিন, জানুন আজকের রাশিফলে
'স্বাস্থ্য দফতরের দায় এড়ানোর জঘন্য অপচেষ্টা', পাল্টা মমতার দিকেই আঙ্গুল জুনিয়র ডাক্তারদের