বিএলও-র মৃত্যুতে অশান্ত মালবাজার, মানসিক চাপে আত্মঘাতীর অভিযোগ পরিবারের

Published : Nov 19, 2025, 03:55 PM IST
youth death

সংক্ষিপ্ত

BLO Death News: কাজের অতিরিক্ত চাপ সামলাতে না পেরে আত্মঘাতী বিএলও। মালবাজারের ঘটনায় শাসক শিবিরের রোষানলে কমিশন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

BLO Death News: মাল ব্লকের নিউগ্লাঙ্গো চা বাগানে মহিলা বুথ লেভেল অফিসারের রহস্য মৃত্যুকে ঘিরে তুমুল উত্তেজনা। মৃতা বিএলএর নাম শান্তি মুনি এক্কা। বয়স ৪৮। পেশায় তিনি ছিলেন আইসিডিএস কর্মী। সম্প্রতি এসআইআর সমীক্ষার কাজে নিযুক্ত হয়েছিলেন শান্তি মুনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, তারপর থেকেই তিনি ছিলেন বেশ অবসাদগ্রস্ত। এস আই আরের ফর্ম ফিলাপের চাপে বেশ অস্বস্তিতে ছিলেন তিনি।

কী অভিযোগ পরিবারের?

বুধবার ভোরে নিজের বাড়ির উঠানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দেহ। সম্প্রতি তিনি এই বিষয়টি মাল ব্লকের জয়েন্ট বিডিওকে জানিয়েছিলেন। লিখিতভাবে তিনি এই পথ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরিবারের দাবি সেই ইস্তফা পত্র গ্রহণ করেনি জয়েন্ট বিডিও। মৃতার স্বামী দেবল এক্কার অভিযোগ, সমীক্ষার কাজের চাপ সামলাতে না পেরেই আত্মঘাতী হয়েছেন স্ত্রী।

সকাল দশটায় বাড়ি থেকে বের হয়ে রাত ৮ টায় বাড়ি ফিরতেন এই মহিলা বিএল‌ও। বাড়িতে এসেও বিশ্রাম পেতেন না তিনি, বাড়িতেও ভিড় জমতো ফর্ম পূরণের জন্য। যদি এস আই আরের তত্ত্ব সঠিক হলে , তবে এই ঘটনা রাজ্যে প্রথম বলে ধারনা অনেকের। 

মাল থানার পুলিশ দেহ উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের অনুমান, কাজের অবসাদ ছাড়াও অন্য মৃত্যুর কারণ অন্য কিছু হতে পারে।

অন্যদিকে, ঘর থেকে এক ব্যাক্তির পচা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রাজেশ কয়াল(৪৫)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় বারুইপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ড ঋষি বংকিম নগরে। এলাকার বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে খবর দেন বারুইপুর থানায়। ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর আহমেদ ঘটনাস্থলে আসেন। পুলিশ এসে উদ্ধার করে দেহ।

পুলিশ জানিয়েছে ঘরের সামনে গ্রিলের দরজা ভিতর থেকে তালাবন্ধ ছিল। ওয়ার্ড এর কিছু কর্মী ও পুলিশ শাবল, হাতুড়ি নিয়ে এসে তালা ভাঙে। গ্রিল পর্যন্ত ভাঙা হয়। তারপরে ভিতরে ঢুকে দেহ উদ্ধার হয়। এলাকার বাসিন্দারা খবর পেয়ে ভিড় করেন। ওনার এক আত্মীয় রতন সর্দার বলেন, কয়েকদিন আগে এস আই আর ফর্ম দিতে এসে ডাকাডাকি করলেও সাড়া পাওয়া যায়নি। সম্ভবত, ৮-৯ দিন আগেই মারা গিয়েছে। দীর্ঘদিন ধরে রাজেশ একাই থাকতেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য