২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের ৯টি নির্দেশ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Published : Jul 21, 2024, 03:35 PM IST
mamata banerjee

সংক্ষিপ্ত

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রে বিজেপি সরকারেও নিশানা করেন। কথা বলেন বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন নিয়েও। 

২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের নেতা আর কর্মীদের বিধান দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দেন দলের নেতা আর কর্মীদের কী কী করতে হবে আর তাঁরা কী কী করতে পারবেন না।

রইল মমতা বন্দ্যোপাধ্যায়ের ৯টি বিধানঃ

১। তৃণমূল কংগ্রেস করতে গেলে সকলকে নিয়ে চলতে হবে।

২। যেখানে যেখানে জমিতেছেন সেখানে সেখানে দিয়ে মানুষকে ধন্যবাদ জানাবেন। মানুষের জন্য কাজ করবেন।

৩। যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস জিততে পারেনি সেখানকার মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবেন।

৪। গাড়ি করে ঘোরার থেকে পায়ে হেঁটে ঘোরা ভাল। তাতে শরীর আর মন দুই ভাল থাকে। বড় গাড়িতে করে ঘোরার থেকে স্কুটার আর সাইকেলে করে ঘোরা ভাল।

৫। আজ শপথ নিতে হবে দুর্নীতির কাছে আমরা মাথা নত করব না। আমরা লড়াই করব। গায়ে বৃষ্টি লাগলে ধুয়ে ফেলা যায়। কিন্তু নোংরা লাগলে সেটা ধোয়া যায় না।

৬। মমতা আরও বলেন, অন্যায় করতে কেউ ছাড় পাবেন না। অন্যায় কেউ করলেই তিনি গ্রেফতার করেন। তিনি আরও জানিয়েছেন, অন্যায় তিনি বরদাস্ত করবেন না।

৭। দলের প্রত্যেক কর্মীকে মা ও বোনেদের সম্মান করতে নির্দেশ দিয়েছেন।

৮। মমতা জানিয়েছেন দলে বিত্তবান লোক নয় বিবেকবান লোক চাই। পয়সা এলেও চলে যায়। সেবার কোনও বিকল্প নেই।

৯। দলের নেতা কর্মীদের লোভ করতে নিষেধ করেছেন মমতা। বলেছেন, ঘরে যা আছে সেটা খেয়ে বাঁচুন, লোভ করার দরকার নেই।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রে বিজেপি সরকারেও নিশানা করেন। কথা বলেন বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন নিয়েও। পাশাপাশি তিনি জানিয়ে দেন, মামলা মকদ্দমার জন্যই এই রাজ্যে চাকরি দিতে পারছে না তাঁর সরকার। ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন অখিলেশ যাদব। মমতা অখিলেশকেও ধন্যবাদ জানিয়েছেন কলকাতায় আসার জন্য।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Holidays: বছর শেষে বড় চমক রাজ্য সরকারী কর্মীদের জন্য, ছুটি নিয়ে দুর্দান্ত ঘোষণা নবান্নের পক্ষ থেকে
মেসির কাছে দুঃখপ্রকাশ করে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, মমতা গেলেন না যুবভারতীতে