২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের ৯টি নির্দেশ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রে বিজেপি সরকারেও নিশানা করেন। কথা বলেন বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন নিয়েও।

 

Saborni Mitra | Published : Jul 21, 2024 10:05 AM IST

২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের নেতা আর কর্মীদের বিধান দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দেন দলের নেতা আর কর্মীদের কী কী করতে হবে আর তাঁরা কী কী করতে পারবেন না।

রইল মমতা বন্দ্যোপাধ্যায়ের ৯টি বিধানঃ

Latest Videos

১। তৃণমূল কংগ্রেস করতে গেলে সকলকে নিয়ে চলতে হবে।

২। যেখানে যেখানে জমিতেছেন সেখানে সেখানে দিয়ে মানুষকে ধন্যবাদ জানাবেন। মানুষের জন্য কাজ করবেন।

৩। যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস জিততে পারেনি সেখানকার মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবেন।

৪। গাড়ি করে ঘোরার থেকে পায়ে হেঁটে ঘোরা ভাল। তাতে শরীর আর মন দুই ভাল থাকে। বড় গাড়িতে করে ঘোরার থেকে স্কুটার আর সাইকেলে করে ঘোরা ভাল।

৫। আজ শপথ নিতে হবে দুর্নীতির কাছে আমরা মাথা নত করব না। আমরা লড়াই করব। গায়ে বৃষ্টি লাগলে ধুয়ে ফেলা যায়। কিন্তু নোংরা লাগলে সেটা ধোয়া যায় না।

৬। মমতা আরও বলেন, অন্যায় করতে কেউ ছাড় পাবেন না। অন্যায় কেউ করলেই তিনি গ্রেফতার করেন। তিনি আরও জানিয়েছেন, অন্যায় তিনি বরদাস্ত করবেন না।

৭। দলের প্রত্যেক কর্মীকে মা ও বোনেদের সম্মান করতে নির্দেশ দিয়েছেন।

৮। মমতা জানিয়েছেন দলে বিত্তবান লোক নয় বিবেকবান লোক চাই। পয়সা এলেও চলে যায়। সেবার কোনও বিকল্প নেই।

৯। দলের নেতা কর্মীদের লোভ করতে নিষেধ করেছেন মমতা। বলেছেন, ঘরে যা আছে সেটা খেয়ে বাঁচুন, লোভ করার দরকার নেই।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রে বিজেপি সরকারেও নিশানা করেন। কথা বলেন বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন নিয়েও। পাশাপাশি তিনি জানিয়ে দেন, মামলা মকদ্দমার জন্যই এই রাজ্যে চাকরি দিতে পারছে না তাঁর সরকার। ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন অখিলেশ যাদব। মমতা অখিলেশকেও ধন্যবাদ জানিয়েছেন কলকাতায় আসার জন্য।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দুঘণ্টা জিজ্ঞাসাবাদ! RG Kar কাণ্ডে কার কার নাম বললেন মীনাক্ষী CBI-কে! দেখুন | Minakshi Mukherjee |
'বন্যার জন্য দায়ী মমতা, তিনি বাঁধ সংরক্ষণ না করে টাকা ঝেড়ে দিয়েছেন' বিস্ফোরক Suvendu Adhikari
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case