সঞ্জয় রায়ের সাজা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই। সিবিআইকে তোপ মমতার।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar case) চিকিৎসক তরুণী খুনে ও ধর্ষণ-কাণ্ডে সঞ্জয় রায়কে (Sanjay Roy) আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। সূত্রের খবর , সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের সাজায় মোটেও খুশি নন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঘনিষ্ট মহলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'সঞ্জয় রায়ের মত ধর্ষকদের জেলে রাখার কোনও অর্থই নেই। এটা করদাতাদের অর্থ অপচয় ছাড়া আর কিছু নয়।'এদের ফাঁসি হওয়া উচিৎ বলেও জানিয়েছেন অভিষেক।
যদিও আরজি কর কাণ্ডের প্রথম থেকেই অভিষেক সঞ্জয় রায়ের ফাঁসার দাবিতে সরব হয়েছিলেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও সঞ্জয় রায়ের ফাঁসার দাবিতে সরব হয়েছিলেন। তবে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা না হওয়ায় তিনিও হতাশা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি সিবিআই-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। মমতা বলেছেন, 'আমরা তো তিনটে মামলায় ফাঁসির সাজা ঘোষণা করিয়ে দিয়েছি ৫৪ থেকে ৬০ দিনের মধ্যে। এই মামলাও আমাদের হাতে থাকলেও অনেকে আগেই মৃত্যুদণ্ড ঘোষণা করিয়ে দিতাম। কিন্তু কেসটা আমাদের হাত থেকে কেড়ে দেওয়া হয়েছিল। এই ধরনের নরপিশাচদের চরমতম শাস্তি হওয়া উচিৎ। ফাঁসি লে মনকে সান্ত্বনা দিতে পারতাম।' অনেকাই মমতার সুরেই কথা বলেন তিনি। যদিও অভিষেক এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছুই বলেননি।
তৃণমূল সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ' সমাজে ধর্ষকদের কোনও জায়গা নেই। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যদি তার বিরুদ্ধে যায় ফাঁসিই একমাত্র পথ। করদাতাদের টাকা নষ্ট করে কাউকে জেলে রাখার কোনও অর্থ হয় না। সঞ্জয়ের মতো ধর্ষকদের জন্য গুচ্ছ গুচ্ছ টাকা খরচ করা অর্থহীন। এদের ফাঁসি হওয়া উচিৎ।'
শিয়ালদহ কোর্টের বিচারক আগেই' ভারতীয় ন্যায় সংহিতার ৬৪. ৬৬ ও ১০৩ (১) - এই তিনটি ধরায় দোষী সাব্যস্ত করেছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। সিবিআই মৃত্যুদণ্ডের জন্য সওয়াল কলেও শেষপর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D