'আমৃত্যু কারাদণ্ড', আরজি কর-কাণ্ডে এই সাজা শোনার পরে কী বলল সঞ্জয় রায়
- FB
- TW
- Linkdin
সঞ্জয় রায়
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
বিড়বিড় করে বলেন
রায় ঘোষণার পরই সঞ্জয় রায় বিড়বিড় করে বলেন, 'আমার তো বদনাম হয়ে গেল।'
সঞ্জয়ের আইনজীবী
সাজা ঘোষণার পরই সঞ্জয় রায়ের আইনজীবী বলেন, 'আপনার মৃত্যুদণ্ড নয়, আমৃত্যু কারাদণ্ড দেওয়া হল।'
সঞ্জয়ের সাজা
শিয়ালদহ আদালতের নির্দেশ অনুযায়ী সঞ্জয় রায়কে জীবনের শেষ দিন পর্যন্ত কারাগারে থাকতে হবে।
৫০ হাজার টাকা জরিমানা
সঞ্জয় রায়কে একই সঙ্গে ৫০ হাজার জরিমানা ধার্য করা হয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত ৫ মাসের কারাদণ্ডের নির্দেশও দিয়েছে আদালত।
নির্যতিতার পরিবারকে জরিমানা
আদালত নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপুরণ দিতে নির্দেশ দিয়েছে সরকারকে। যদিও নির্যাতিতার পরিবার ক্ষতিপুরণের টাকা নিতে অস্বীকার করেছে।
১৭ লক্ষ টাকার হিসেব
আদলত জানিয়েছে, কর্মক্ষেত্রে ধর্ষণের জন্য ৭ লক্ষ টাকা আর হত্যার জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপুরণ দেওয়ার কথা বলেছে।
সঞ্জয় রায়
আরজি কর কাণ্ডে প্রথম থেকেই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম উঠেছিল। কলকাতা পুলিশই তাকে গ্রেফতার করে। সিবিআইও সঞ্জয় রায়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল।