হাইকোর্টের প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে মুখোমুখি মমতা ও শুভেন্দু, ফিরহাদ হাকিমের পাশের চেয়ারেই স্থান বিরোধী দলনেতার

উক্ত সভায় কলকাতার মেয়র তথা শাসকদলের নেতা ফিরহাদ হাকিমের পাশে আসন দেওয়া হয়েছে বিধানসভার প্রধান বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। 

Web Desk - ANB | Published : May 11, 2023 6:35 AM IST

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি তিরুনেলভেলি সুব্বাইয়া শিবজ্ঞানম, ওরফে, টি এস শিবজ্ঞানম। কলকাতা হাই কোর্টের ১ নম্বর কোর্ট রুম, অর্থাৎ, প্রধান বিচারপতির এজলাসে আয়োজন করা হয়েছে প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান। সকাল পৌনে এগারোটা নাগাদ বিচারপতি টি এস শিবজ্ঞানম নিজের শপথবাক্য পাঠ করা শুরু করেন। উক্ত অনুষ্ঠানে রাজ্যের শাসকদলের প্রধান দলনেত্রী ও বিধানসভার প্রধান বিরোধী দলনেতা, উভয়েই উপস্থিত ছিলেন। ফলে, রাজনৈতিক প্রেক্ষাপট থেকেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই আয়োজন।

শপথবাক্য পাঠ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই হাই কোর্টে এসে পৌঁছন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উক্ত সভায় কলকাতার মেয়র তথা শাসকদলের নেতা ফিরহাদ হাকিমের পাশে আসন দেওয়া হয়েছিল বিধানসভার প্রধান বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী অনুষ্ঠানের শুরুর দিকে ফিরহাদ হাকিমের পাশের চেয়ারে গিয়ে বসলেও পরবর্তী সময়ে সেই আসন বদলে ফেলেছেন বলে জানা গেছে।

নতুন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে শপথবাক্য পাঠ করিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। শপথ পাঠ করানোর পর প্রধান বিচারপতি হিসেবে শিবজ্ঞানমকে নতুন ভূমিকায় স্বাগত জানিয়ে করমর্দন করেন বাংলার রাজ্যপাল। তবে, সূত্র মারফৎ জানা গেছে যে, হাই কোর্টের অন্দরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উঠে দাঁড়ালেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে উপেক্ষা করে এড়িয়ে চলে গিয়েছেন।

আরও পড়ুন-
মালগাড়ির ধাক্কায় বিরাট বিপর্যয়ের মুখে বর্ধমান-ব্যান্ডেল প্যাসেঞ্জার ট্রেন, বর্ধমান লাইনে ট্রেন চলাচলে বড় ব্যাঘাত
Amritsar Blast: পঞ্জাবে স্বর্ণ মন্দিরের কাছে ফের বোমা বিস্ফোরণ, চলতি সপ্তাহে তৃতীয়বার আতঙ্কের ছায়া

Imran Khan: ইঞ্জেকশন দিয়ে দিয়ে আমাকে জেলের মধ্যেই মেরে ফেলা হতে পারে, আদালতে দাবি ইমরান খানের

Read more Articles on
Share this article
click me!