Mamata Banerjee: 'দীর্ঘজীবী হোক ২০ মে', টুইটবার্তায় ১২ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনলেন মমতা

এদিন টুইটবার্তায় ১২ বছর আগের স্মৃতি তুলে ধরে সমসাময়িক পরিস্থিতিকে বর্ণনা করেছেন পশ্চিমবঙ্গের তিনবারের মুখ্যমন্ত্রী।

শনিবার নিজাম প্যালেসে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুন্তল ঘোষের চিঠি-সহ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও একাধিক বিষয় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করে সিবিআই-এর আধিকারিকরা। এই দিনই টুইটারে কেন্দ্রকে আক্রমণ করে টুইট করেন মমতা। উঠে এল ২০১১ সালে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার স্মৃতিও। বিজেপির অঙ্গুলিহেলনে কেন্দ্রীয় সংস্থাগুলি কাজ করে বলেও অভিযোগ করেন তিনি। এদিন টুইটবার্তায় ১২ বছর আগের স্মৃতি তুলে ধরে সমসাময়িক পরিস্থিতিকে বর্ণনা করেছেন পশ্চিমবঙ্গের তিনবারের মুখ্যমন্ত্রী।

শনিবার টুইটবার্তায় মমতা লেখেন,'এই দিনে, ২০১১ সালে, আমরা ৩৪ বছরের পুরানো দানব শাসনকে প্রতিস্থাপন করতে এবং পশ্চিমবঙ্গে মা মাটি মানুষ সরকার গঠনের শপথ নিয়েছিলাম। আমরা আজ অঙ্গীকার পুনর্নবীকরণ করি এবং জনগণের জন্য নিজেদেরকে উৎসর্গ করি। কেন্দ্রে কর্তৃত্ববাদী সরকারের এজেন্সি-রাজ আমাদের কাজকে চ্যালেঞ্জিং করে তোলে, কিন্তু সারাদেশে লক্ষ লক্ষ মানুষ আমাদের মিছিলে আমাদের সঙ্গে আছে। দীর্ঘজীবী হোক ২০ মে।'

Latest Videos

 

 

একদিকে ১২ বছর আগে ২০ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার ১২ বছর পর এই ২০ মে-তেই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর প্রশ্নের মুখে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। শনিবার নির্ধারিত সময়ই সিবিআই-এর সদর দফতরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা ১১টার মধ্যে নিজাম প্যালেসে ঢোকেন তিনি। জানা যাচ্ছে প্রথমেই নিজাম প্যালেসের ১৫ তলার অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের অফিসে গিয়েছেন অভিষেক। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে জিজ্ঞাসাবাদ। অন্যদিকে অভিষেকের জন্য পাঁচ পাতার প্রশ্নপত্র নিয়ে তৈরি তদন্তকারী সংস্থা। কুন্তল ঘোষের চিঠি-সহ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক বিষয় জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে। সূত্রের খবর আজ নিজাম প্যালেসে পৌঁছনর পর প্রথমে চা খেতে দেওয়া হয় অভিষেককে। তারপরই শুরু হবে জিজ্ঞাসাবাদ।

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা ঘিরে কড়া নিরাপত্তা নিজাম প্যালেসে। শনিবারই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর অফিসে হাজিরা দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শনিবার সকাল থেকেই বদলে গেল নিজাম প্যালেসের চেহারা। পুলিশে পুলিশে ছয়লাপ গোটা চত্ত্বর। এদিন নিজাম প্যালেজসে উপস্থিত হলেন পুলিশের একাধিক উচ্চপদস্থ অফিসার। অভিষেকের আসার আগেই নিজাম প্যালেসে এলেন অভিষেকের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও। এখানেই শেষ নয়। মোতায়ন করা হয়েছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীও। শনিবার সকাল ১১টার মধ্যে হাজিরা দেওয়ার কথা। নির্দিষ্ট সময়ই হাজিরা দেবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন -

নিজাম প্যালেসে পৌঁছলেন অভিষেক, জিজ্ঞাসাবাদের জন্য তৈরি হয়েছে পাঁচ পাতার প্রশ্নপত্র

শনিবার সিবিআই অফিসে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কড়া নিরাপত্তা নিজাম প্যালেসে

ডিভিশন বেঞ্চের বড় পদক্ষেপ, বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের ৩২০০০ চাকরি বাতিলের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report