'অভিষেককে গ্রেফতার করবে? করে দেখাও, কত জেল আছে তোমাদের'- মোদীকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

অভিষেকের বিরুদ্ধে ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে কেন্দ্রকে বিঁধে আক্রমণ করেন তৃণমূলনেত্রী। বলেন, ''বলছে আমাকে, অভিষেককে গ্রেফতার করবে। করে দেখাও না? কত জেল আছে দেখব। কী হয় তুমি দেখ।''

বুধবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূলপ্রার্থী তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বিজেপির ফল কেমন হবে, এই প্রশ্নের জবাবে গতকাল প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, বাংলায় তৃণমূল কংগ্রেস অস্তিত্ব রক্ষার লড়াই করছে। গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই বিজেপি সবথেকে বড় সাফল্য পাবে। নরেন্দ্র মোদির এই দাবি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।

প্রধানমন্ত্রীর এই দাবির জবাব দিতে গিয়ে তৃণমূলনেত্রী বলেন, ''বলেছেন বাংলায় নাকি বিহার, ইউপির থেকেও বেশি আসন পাবেন। তার মানে হারবেন। চ্যালেঞ্জ রইল নরেন্দ্র মোদি… দমদমে আন্ডারস্ট্যান্ডিং শুনলাম।এমপি ভোট সিপিএম বিজেপিকে দেবে দমদমে, আর বিধানসভার ভোট বিজেপি সিপিএমকে দেবে। সবাই শুনে রাখুন, অভিষেক শুনে রাখ… INDIA লিড বাংলাই দেবে। দেশের মানুষের সমস্যার সমাধান করব। এর থেকে বেশি কিছু নয়।''

Latest Videos

এদিন অভিষেকের প্রচারমঞ্চ থেকে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতেও ছাড়েননি মমতা। তাঁর সরাসরি আক্রমণ, ''একটা প্রধানমন্ত্রী, হাঁটুর বয়সি ছেলের সাথে রাজনীতি করছে। ওর পিছনে লাগছে। ও আড়াই বছর বয়স থেকে দল করছে। সিপিএম যখন আমাকে মেরেছিল, ও বলত, দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও। ''

অভিষেকের বিরুদ্ধে ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে কেন্দ্রকে বিঁধে আক্রমণ করেন তৃণমূলনেত্রী। বলেন, ''বলছে আমাকে, অভিষেককে গ্রেফতার করবে। করে দেখাও না? কত জেল আছে দেখব। কী হয় তুমি দেখ।'' মেটিয়াবুরুজের সভায় এদিন অভিষেকের ভূয়সী প্রশংসা করেন মমতা। বলেন, ''ঝড় হোক, জল হোক, ও সারাদিন ব্যস্ত থাকে নিজের সংসদীয় এলাকা নিয়ে। আমি ওকে বারবার বলি, তোর মতো সংসদীয় এলাকা কেউ দেখতে পারবে না। এত পারিস কী করে?''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari