ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক হেনস্থার প্রতিবাদে বুধবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পদযাত্রার শেষে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ভাষা সন্ত্রাস নিয়ে সরব হন তিনি। জানান, এবার থেকে কেউ ফোন করলেই বলবেন জয়বাংলা।
25
মমতার বার্তা
এদিন ঝাড়গ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘’বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। জেলে পুরে দেওয়া হচ্ছে। এসবে একদম কান দেবেন না। এবার থেকে কেউ ফোন করলেই বলবেন জয় বাংলা।''
35
ঝাড়গ্রামে উন্নয়নের খতিয়ান
ঝাড়গ্রামের সভা থেকে দাঁড়িয়ে তিনি আরও বলেন, ‘’একসময় মানুষ ঝাড়গ্রামে স্বাস্থ্য উদ্ধার করতে আসত। আগে লোকজন ঝাড়গ্রামে আসতে ভয় পেত। সিপিএমের আমলে ভয় ছিল ঝাড়গ্রামে। কিন্তু আমি আসতাম। কারণ, আমি চাইতাম ঝাড়গ্রামে শান্তি ফিরুক। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর বদলে গিয়েছে ঝাড়গ্রামের পরিস্থিতি।''
তিনি আরও বলেন, ‘’আজ যদি স্বামীজি বেঁচে থাকতেন, বলতেন, এই দেশ আমি চাইনি। গায়ের জোরে ভয় দেখিয়ে যদি অত্যাচার করেন, তাহলে আমাদের দেহ পেরিয়ে যেতে হবে। আমরা দাঁড়িয়ে থাকব পাহারাদার হিসেবে।'' এদিনের সভা থেকে বিজেপিকেও একহাত নেন তিনি।
55
বিজেপিকে কটাক্ষ
বুধবার ঝাড়গ্রামের সভা থেকে গেরুয়া শিবিরকেও একহাত নেন তিনি। বলেন, ‘’আমরা বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়ব না। রক্ত দেব তবুও বাংলায় এনআরসি করতে দেব না। আমাকে হঠাতে পারবেন না। আমি যেদিন মনে করব আর ক্ষমতায় থাকব না, সেদিন হঠাতে পারবেন। আপনার নিজের দলের লোকেরাও আমাকে ভোট দেবে। কারণ সবারই মাথা গোঁজার ঠাঁই দরকার।''