আগামী সপ্তাহ থেকেই বাংলা চলবে প্রথম এসি লোকাল ট্রেন! জেনে নিন রুট, ভাড়ার তালিকা-সহ বিস্তারিত

Published : Aug 07, 2025, 01:08 PM ISTUpdated : Aug 07, 2025, 01:09 PM IST

রেলযাত্রীদের জন্য সুখবর! বাংলায় চালু হচ্ছে প্রথম এসি লোকাল ট্রেন। এই ট্রেন নিয়ে যাত্রীদের মনে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। এবার সব জল্পনা উড়িয়ে অবশেষে ঘোষণা হল দিনক্ষণ এবং ভাড়ার বিস্তারিত।

PREV
15

ঠিক যেন স্বপ্নপূরণ। এবার রেলযাত্রীদের জন্য চালু হচ্ছে বাংলার প্রথম এসি লোকাল ট্রেন। এই ট্রেন নিয়ে যাত্রীদের মনে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। ওনেকে বলেছিল অলিক, অনেকে বলেছিল জল্পনা, আবার কেউ কেউ বলেছিল এ হল নির্বাচনী টোপ। এবার সব জল্পনা উড়িয়ে অবশেষে ঘোষণা হল দিনক্ষণ এবং ভাড়ার বিস্তারিত।

DID YOU KNOW ?
দেশের প্রথম কোন শহরে চালু হয়েছে এসি লোকাল ট্রেন
দেশে সর্বপ্রথম এসি লোকাল ট্রেন চালু হয়েছিল মুম্বই-তে। তারপর চেন্নাইতে
25

দেশের বাকি দুই রাজ্য মুম্বই ও চেন্নাই-এর পরেই বাংলার চাকা গড়বে এসি লোকাল ট্রেন। আর এই ট্রেনের যাত্রা শুরু হবে সোমবার ১১ অগাষ্ট ২০২৫, স্বাধীনতা দিবসের আগে থেকেই। এ যেন স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলার মানুষকে এক বিশেষ উপহার দিল ভারতীয় রেল। এই ট্রেন বাইরে থেকে দেখতে একেবারে মেট্রোর এসি রেকগুলোর মতো। 

35

প্রথম দিকে শিয়ালদহ থেকে মেইন লাইল রানাঘাট পর্যন্ত ছুটবে এই এসি লোকাল ট্রেন। বুধবার বিবৃতি দিয়ে একথা জানিয়েছে রেল। ট্রেনের অভ্যন্তরিন সজ্জার বিষয়ে বলতে গেলে, এই ট্রেনের আসনের সংখ্যা ১১২৮, আর এই এসি লোকাল ট্রেন থাকবে ১২ কামরার। লোহার বদলে তৈরি হবে মেট্রোর মত স্টেনলেস স্টিল দিয়ে। মেট্রোর মতোই প্রতিটি কামরায় দুপাশে থাকবে স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা। 

45

এছাড়া থাকবে সিসি ক্যামেরা-সহ জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম।লাগেজ রাখার প্রয়োজনীয় পোক্ত তাক। আর এই এসি লোকাল ট্রেনের গতিবেগ হবে প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার। অফিস ফেরত হোক বা পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া যাতে আর কষ্টকর না হয়, তার জন্যই এই বিশেষ ব্যবস্থা নিয়েছে রেল।

55

পূর্ব ভারতের মধ্যে বাংলাতেই প্রথম এই ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল। এই ট্রেনের শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত ভাড়া হবে ৩৫ টাকা। আর মান্থলি করলে পড়বে ৬২০ টাকা। ব্যারাকপুর পর্যন্ত ৬০ টাকা আর মান্থলি করলে পড়বে ১২৭৫ টাকা। নৈহাটি এবং রানাঘাট পর্যন্ত যথাক্রমে ৯০ এবং ১২০ টাকা মান্থলি করলে পড়বে যথাক্রমে ১৮১০ এবং ২৪৩০ টাকা।

Read more Photos on
click me!

Recommended Stories