প্রথম দিকে শিয়ালদহ থেকে মেইন লাইল রানাঘাট পর্যন্ত ছুটবে এই এসি লোকাল ট্রেন। বুধবার বিবৃতি দিয়ে একথা জানিয়েছে রেল। ট্রেনের অভ্যন্তরিন সজ্জার বিষয়ে বলতে গেলে, এই ট্রেনের আসনের সংখ্যা ১১২৮, আর এই এসি লোকাল ট্রেন থাকবে ১২ কামরার। লোহার বদলে তৈরি হবে মেট্রোর মত স্টেনলেস স্টিল দিয়ে। মেট্রোর মতোই প্রতিটি কামরায় দুপাশে থাকবে স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা।