DA Hike: অবশেষে DA নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়! প্রায় ৬ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা

Published : Jan 12, 2025, 11:51 AM IST

অবশেষে DA নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়! প্রায় ৬ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা

PREV
19

অন্যান্য রাজ্যের মতোই এই রাজ্যে এবার বাড়বে DA। এক ধাক্কায় বাড়বে অনেকটা বেতন। পরের মাস থেকেই অতিরিক্ত টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের জন্য দারুণ ঘোষণা!

29

প্রায় ৬ শতাংশ DA বাড়তে পারে সরকারি কর্মীদের। এমনই ঘোষণা হতে চলেছে খুব শিঘ্রই এই ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার।

39

সব ঠিকঠাক থাকলে নববর্ষের আগেই মোটা টাকা ঢুকবে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। 

49

বহুদিন ধরেই ডিএ নিয়ে ব্যাপক ক্ষোভে রয়েছেন সরকারি কর্মীরা। অনেকদিন ধরেই প্রাপ্য ডিএ পেতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা। 

59

প্রথমে ডিএ বাড়ানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই সিদ্ধান্ত বদল হল। অবশেষে ডিএ বাড়বে রাজ্যসরকারি কর্মীদের।

69

টাকা বেড়ে বেশ অনেকটাই বেতন ঢুকবে মার্চ বা এপ্রিল মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সব রাজ্যের মতো এই রাজ্যেও হতে পারে ডিএ ঘোষণা।

79

এমনিতেই হোমগার্ডদের ভাতা বাড়িয়ে দ্বিগুণ করেছেন মুখ্যমন্ত্রী। এবার সকলের জন্য সুখবর দিতে চলেছেন তিনি। 

89

এখন থেকে ৫ লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা পাবেন হোমগার্ডরা। আগে এই ভাতার পরিমাণ ছিল ৩ লক্ষ টাকা।

99

এবার এক ধাক্কায় ২ লক্ষ টাকা বাড়ানো হল হোমগার্ডদের। এবার বাড়বে DA-ও।

click me!

Recommended Stories