মাত্র ৬ লক্ষ টাকায় স্বপ্নের বাড়ি নিউটাউনে! এঁদের জন্য বড় উদ্যোগ মমতা বন্দ্য়োপাধ্যায়ের

Published : Dec 23, 2025, 04:26 PM IST

আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য বড়পদক্ষেপ নিচ্ছে নবান্ন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু মানুষের ঘরের স্বপ্ন বাস্তাব করবে। 

PREV
16
বড় পদক্ষেপ নবান্নর

আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য বড়পদক্ষেপ নিচ্ছে নবান্ন। ভোটার আগে পিছিয়ে পড়়াদের মনও পাওয়া যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু মানুষের ঘরের স্বপ্ন বাস্তাব করবে।

26
৬ লক্ষ টাকায় ঘর

নবান্ন সূত্রে জানা গিয়েছে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে রাজ্য সরকার মাত্র ৬ লক্ষ টাকার বিনিময় এক কামরার ফ্ল্য়াটের ব্যবস্থা করে দেবে। তাও আবার নিউটাউনের মত জনপ্রিয় একটি জায়গায়। যার কলকাতা লাগোয়া। রাজ্য সরকারের লক্ষ সাধারণ মানুষের জন্য একটি বাসস্থানের ব্যবস্থা করা।

36
ফ্ল্যাটের আকার আকৃতি

নবান্ন সূত্রে খবর মাত্র ৬ লক্ষ টাকার বিনিময় রাজ্য সরকার পিছিয়ে পরিবার পিছু একটি করে ঘরের ব্যবস্থা করবে। ফ্ল্যাটগুলির আয়তন হবে ২৯৮ বর্গফুট। একটি ফ্ল্যাটে একটি ঘর, একটি রান্নার জায়গা ও একটি শৌচাগার থাকবে। মূল্য হবে মাত্র ৬ লক্ষ টাকা। দুই কামরার ফ্ল্যাটও রয়েছে। তবে সেগুলির জন্য আরও বেশি টাকা গুণতে হবে।

46
কাদের জন্য ফ্ল্যাট ?

নবান্ন সূত্রের খবর আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্যই তৈরি হবে এই ফ্ল্যাট। যেসব পরিবারের মাসিক আয় ২৫ হাজার টাকা বা তারও কম তারাই এই ফ্ল্যাটগুলির জন্য আবেদন করতে পারেন। কী করে এই ফ্ল্যাটের জন্য আবেদন করা যাবে তা নবান্না খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেবে।

56
নিজন্ন ও সুজন্ন প্রকল্প

চলতি বছরই জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া পরিবারের সদস্যদের জন্য নিজন্ন ও সুজন্ন প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্প রূপায়নের দায়িত্বে রয়েছে হিডকো। ফ্ল্যাটগুলি তৈরি হলেই সেগুলি বিলি করা হবে। হিডকোর ওয়েবসাইটে অনলাইন আবেদন করা যাবে।

66
ফ্ল্যাটের সংখ্যা ও দাম

সূত্রের খবর নিজন্ন প্রকল্পে ৪৯০টি ফ্ল্যাট রয়েছে। এই প্রকল্পে ফ্ল্যাটের জন্য আবেদন করার সময়ই ৬০ হাজার টাকা করে জমা দিতে হবে। সুজন্ন প্রকল্পে রয়েছে ৭২০টি ফ্ল্যাট। এগুলি দুই কামরার। আয়তন ৬১৭.৬৩ বর্গফুট। এগুনির দাম ৩৪ লক্ষ টাকা। এই ফ্ল্যাটগুলির জন্য আবেদনকারীর মাসিক আয় ২৫ হাজার ১ টাকা থেকে ৬৫ হাজার টাকার মধ্যে হতে হবে।

Read more Photos on
click me!

Recommended Stories