- Home
- West Bengal
- West Bengal News
- বড়দিনে হাড় কাঁপানো শীত বঙ্গে? কলকাতার সঙ্গে এই জেলার তাপমাত্রা নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
বড়দিনে হাড় কাঁপানো শীত বঙ্গে? কলকাতার সঙ্গে এই জেলার তাপমাত্রা নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
এবার ডিসেম্বর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা নিম্নগামী। মাঝে কয়েক দিন শীত থমকে থাকলেও চলতি সপ্তাহে শীতের দাপট বেশ বেশি। ডিসেম্বরের শেষ সপ্তাহেও শীতের দাপট অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

জাঁকিয়ে শীত
এবার ডিসেম্বর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা নিম্নগামী। মাঝে কয়েক দিন শীত থমকে থাকলেও চলতি সপ্তাহে শীতের দাপট বেশ বেশি। ডিসেম্বরের শেষ সপ্তাহেও শীতের দাপট অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আর সেই কারণেই বলা যেতে পারে ২৫ ডিসেম্বর জাঁকিয়ে শীত থাকতে পারে কলকাতা-সহ বঙ্গে।
বড়দিনের আবহাওয়া
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বড়দিনে থাকবে রোদ ঝলমলে আকাশ। তাপমাত্রা কেমন থাকবে তাই নিয়েও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবারের পর থেকেই গোটা বঙ্গে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
কলকাতার তাপমাত্রা
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রির আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি। কাল থেকে তাপমাত্রার পারদ ক্রমশই নামবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ২৭ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না কলকাতায়।
দক্ষিণবঙ্গের তাপমাত্রা
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আগামী দিন থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি নামবে। বাঁকুড়া, পুরুলিয়ার মত পশ্চিমাঞ্চলের রুক্ষ জেলাগুলির তাপমাত্রা ৮ ডিগ্রিতে নেমে যেতে পারে। পশ্চিমের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে ইতিমধ্যেই রাতের তাপমাত্রা নামছে ১০-১১ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিনে তা ১০ ডিগ্রির নিচে নামতে পারে। ৮-৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিতে নামবে তাপমাত্রা। সঙ্গে রয়েছে কুয়াশার সতর্কতা।
উত্তরবঙ্গের আবহওয়া
উত্তরের জেলাগুলিতে হাড়কাঁপানো শীত। আগামী দুই থেকে তিন দিন দার্জিলিং-এর তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে নামতে পারে। জলপাইগুড়ি, কোচবিহারের মত জেলাগুলির তাপমাত্রা ৯-১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। ২৫ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রার পারদ নিম্নগামী থাকবে সমস্ত জেলাতেই। তেমনই জানিয়েছে হাওয়া আফিস।

