ঠিক এই ৩ কারণে ডিসেম্বরে DA বৃদ্ধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের? জোর জল্পনা নবান্নে

দীপাবলির সময় কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করেছিলে। তারপর থেকেই একাধিক রাজ্য কেন্দ্রের পথে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল। তাই আশার আলো দেখছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা।

 

Saborni Mitra | Published : Nov 26, 2024 5:23 PM IST
19
মহার্ঘ ভাতা

দীপাবলির সময় কেন্দ্রীয় সরকার কেন্দ্রের সরকারি কর্মীদের মাহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল ৩ শতাংশ। বর্তমানে তাদের মহার্ঘ ভাতা ৫৩ শতাংশ।

29
আশার আলো সরকারি কর্মীদের

এই অবস্থায় সরকারী কর্মীরাও আশার আলো দেখছেন। কারণ এই রাজ্যের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে রয়েছে প্রচুর জটিলতা।

39
গতবার ডিএ ঘোষণা

গত বছর একটি অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ ঘোষণা করেছিলেন। সেই ডিএ কার্যকর হয়েছিল চলতি বছর জানুয়ারি থেকে।

49
তাই আশা

তাই এবারও সরকারি কর্মীরা আশা করছেন রাজ্য সরকার ডিসেম্বরে ডিএ ঘোষণা করতে পারে।

59
গতবার ২ বার ডিএ

গতবার দুইবার রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করেছিল। একবার জানুয়ারিতে। আর দ্বিতীয়বার ডিএ বৃদ্ধি করা হয়েছিল এপ্রিলে, লোকসভা ভোটের সময়।

69
তাই এবারও জল্পনা তুঙ্গে

তাই এবারও রাজ্য সরকার ডিসেম্বর বা জানুয়ারি মাসে ডিএ বাড়াতে পারে বলে জোর জল্পনা নবান্নে। কিন্তু রাজ্য সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেনি।

79
জানুয়ারিতে ডিএ মামলা

নতুন বছর জানুয়ারি মাসেই সুপ্রিম কোর্টে উঠতে পারে ডিএ মামলা। তাই তার আগেই রাজ্য সরকারি ডিএ বৃদ্ধি করতে পারে।

89
সবমিলিয়ে জল্পনা

এই সবমিলিয়ে জল্পন তুঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে।

99
২০ শতাংশ ডিএ

নতুন করে যদি ডিএ বৃদ্ধি করা হয় তাহলে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়াবে ২০ শতাংশ। বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক হয়েছে ৩৬ শতাংশ।

Share this Photo Gallery
click me!

Latest Videos