'উন্নয়নকে হাতের মুঠোয় রেখেছিল কেষ্টা', বীরভূমে অনুব্রতর মুক্তি নিয়ে আশাবাদী মমতা

বোলপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল ও বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে লাভপুরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই অনুব্রত প্রশংসা করেন মমতা।

 

লোকসভা নির্বাচন ২০২৪-এ না থেকেও রয়েছে বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। আর্থিক তছরুপ-সহ একাধিক দুর্নীতিতে বর্তমানে তিহার জেলে বন্দি অনুব্রত। কিন্তু রবিবার ভোট প্রচারে বীরভূমে গিয়ে সেই অনুব্রত মণ্ডলের ঢালাও প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন মমতা প্রকাশ্যেই আশা প্রকাশ করেন যে দ্রুত মুক্তি পাবেন অনুব্রত মণ্ডল।

বোলপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল ও বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে লাভপুরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই তিনি বলেন, 'অনেক উন্নয়ন হয়েছে। বীরভূমের অনেক ব্রিজ আর রাস্তাঘাট হয়েছে। সেটা সম্ভব হয়েছে ফুল টিমেক কাজ করার জন্যই। কেষ্ট আজকে জেলে থাকলেও আমি বিশ্বাস করি ছেলেটা উন্নয়টাকে হাতের মুঠোয় রেখে কাজ করত।' এখানেই শেষ নয়, এদিন মমতা বলেন, 'বীরভূমের ভোট হয়ে যাবে আর কেষ্ট ছাড়া পেয়ে যাবে।' তিনি বলেন, কেষ্টকে ধরে রেখেছে শুধুমাত্র নির্বাচনের জন্য একে বলেছে তুমি বিজেপিকে মদত করে দাও তাহলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে।

Latest Videos

'বিড়ি কম খাও!' সকালবেলা মাছ বাজারে গিয়ে বিজেপির দিলীপ ঘোষের পরামর্শ মাছ বিক্রেতাকে - দেখুন ভিডিও

 

বীরভূমের ভোট প্রচারে মমতা অমর্ত্য সেন প্রসঙ্গও তুলে ধরেন। বলেন, 'অমর্ত্য সেনকে জমিহারা করে দিতে চেয়েছিল। সেদিন আমরা সবাই রুখে দাঁড়িয়ে ছিলাম। বিশ্বভারতীর ভিসি কী করেছিলেন সেদিন? বীরভূমের বদনাম করে দিয়েছিলেন।'

Sandeshkhali Video: সন্দেশখালির স্টিং অপারেশন ভিডিও ভুয়ো, পাল্টা সিবিআই-এর কাছে বিজেপি নেতা

এদিন মমতা নির্বাচন কমিশনকেও নিশানা করেন। বলেন, 'বিজেপি বলছে এই ওসি চেঞ্জ করতে করে দিচ্ছে। জিআইজি পাল্টে দিচ্ছে। তৃণমূলের যা করতে বলছে তাই করছে। এটা নির্বাচন কমিশন? তিন জনই বিজেপির কোলের সন্তান।'এদিন বীরভূমে দাঁড়িয়ে গরু আর কয়লা নিয়ে মমতা আক্রমণ করেন বিজেপিকে। এই গরু ও কয়লা পাচারের অভিযোগেই অনুব্রতকে গ্রেফতার করা হয়েছিল। মমতা বলেন, বিজেপি কয়লা মাফিয়া। ওদের মন্ত্রীরা টাকা খায়। গরু রাজ্যের বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। বলেন ওটা বিএসএফ দেখে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'বাংলাদেশের সেনাবাহিনী? সেটা আবার কি' চরম খিল্লি শুভেন্দুর | Suvendu Adhikari | #shorts | #bjp
তৃণমূল মানে কি? : শুভেন্দু | Suvendu Adhikari | Shorts | #shorts | #bjpnews | #banglanews
'AAP গত ১০ বছরে দিল্লির বড় ক্ষতি করে দিয়েছে', নির্বাচনী প্রচারে গিয়ে বিস্ফোরক Narendra Modi
Rashifal Bangla : সোমবার কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল | Bangla News
Suvendu Adhikari Live : রামনগরের মঞ্চে ঝাঁঝাল ভাষণ শুভেন্দুর! দেখুন সরাসরি | Asianet News Bangla