'বিড়ি কম খাও!' সকালবেলা মাছ বাজারে গিয়ে বিজেপির দিলীপ ঘোষের পরামর্শ মাছ বিক্রেতাকে - দেখুন ভিডিও

Published : May 05, 2024, 05:32 PM IST
 Bardwan Durgapur BJP candidate Dilip Ghosh advises fish sellers Do not smoke bsm

সংক্ষিপ্ত

দিলীপ ঘোষ নিজের সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার কথা শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, মাছ বিক্রেতার শ্বাসকষ্টের কথাও। 

মাছে ভাতে বাঙালি- ভোটের ময়দানে নেমেও সেই কথাটি ভুললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবার একদম বাজারের থলি হাতে মাছ বাজারে। চারাপোনা কিনলেন। দামোদারের মাছ। নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কিন্তু অবাক করার মত বিষয় হল মাছ বিক্রিতাকে আগ বাড়িয়েই দিলীপ ঘোষ ধূমপান করতে নিষেধ করেন।

দিলীপ ঘোষ নিজের সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার কথা শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, মাছ বিক্রেতার শ্বাসকষ্টের কথাও। দিলীপ ঘোষ লিখেছেন, 'রাস্তা দিয়ে যেতে যেতে আমি তাজা মাছের দিকে তাকিয়ে থামতে বাধ্য হয়েছিলাম। সকালে হাঁটতে হাঁটতে আংপুর সদর দফতরের সামনে থেকে কয়েকটি ছোট মাছ কিনলাম। মাঝবয়সী এক ব্যক্তি মাছ বিক্রি করছিলেন। মাছ মাপার সময় আমি খেয়াল করেছি যে সেই ব্যক্তির শ্বাসকষ্ট হচ্ছে। মনে হচ্ছিল শ্বাসকষ্ট হচ্ছে। অতিরিক্ত ধূমপানের কারণেই এই সমস্যা।' গোটা ঘটনার ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তাতেই দেখা যাচ্ছে মাছ বিক্রেতাকে তিনি ধূমপান করতে নিষেধ করেছেন।

দেখুন সেই ভিডিওঃ

 

কোটিপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সম্পত্তিতে লক্ষ লক্ষ টাকার বই, হাতে নগদ মাত্র ১২ হাজার টাকা

সকালে হাঁটা দিলীপ ঘোষের অভ্যাস। নিজের নির্বাচনী কেন্দ্রে গিয়েও সেই অভ্যাসের অন্যথা হয়নি। রবিবার সকালে হাঁটতে বেরিয়ে বাজারে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি নানা ধরনের মাছ দেখেন। রুই, কাতলা, চুনো মাছ থাকলেও তিনি চারাপোনা কেনেন। বরিবারের বাজার। তাই স্বভাবতই খুব ভিড় ছিল। সকালে প্রার্থীকে পেয়ে অনেকেই ছবি তুলতে উদ্যোগী হন।

সোনায় সোহাগা! আম্বালার প্রার্থীদের সোনার সঞ্চয় চোখ ধাঁধাবে, ৯০০ গ্রাম নিয়ে এগিয়ে কংগ্রেস প্রার্থী

দিলীপ ঘোষকে এবার প্রার্থী করা হয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের। তাঁর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ। নিজের চেনা পরিচিত গণ্ডি খড়গপুর থেকে সরিয়ে তাঁকে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী করা হয়েছে। কিছুটা হলেও কঠিন তাঁর নির্বাচনী লড়াই। কিন্তু রীতিমত খোস মেজাজে রয়েছেন বিজেপি প্রার্থী।

সুর বদল কুণাল ঘোষের! সন্দেশখালি নিয়ে ব্যক্তিগত সাংবাদিক সম্মেলনে কী কী বললেন তিনি

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সোম-মঙ্গল ২ দিনের ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, কোচবিহারে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Today Live News: Share Market Today - সোমবারের বাজার প্রাথমিক লেনদেনে স্থিতিশীল থাকার সম্ভাবনা! আজ নজরে রাখুন এই ৮ স্টক