সপ্তম পে কমিশনের জল্পনার মাঝে রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত, এপ্রিলে মিলবে তিন মাসের এরিয়ার

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে জল্পনার অবসান। পরিবহন দফতরের চুক্তিভিত্তিক বাস চালকদের বেতন বাড়ছে।জানুয়ারি থেকে এই বৃদ্ধি কার্যকর হওয়ায় মার্চ মাস থেকে এরিয়ার সহ বেতন পাবেন কর্মীরা।
Sayanita Chakraborty | Published : Mar 20, 2025 7:56 AM
110

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি থেকে ডিএ বৃদ্ধি- সব নিয়ে জল্পনার অন্ত নেই।

210

কদিন আগে দীর্ঘ জল্পনা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে।

410

বর্তমানে চলছে সপ্তম পে কমিশনের জল্পনা। শোনা যাচ্ছে শীঘ্রই গঠিত হবে নয়া পে কমিশন।

510

মূল্যবৃদ্ধির কারণে প্রতি ১০ বছর অন্তর গঠিত হয় পে কমিশন। সেই নিরিখে ২০২৬ সালে সপ্তম পে কমিশনের গঠনের দিকে তাকিয়ে সকলে।

610

তবে, সপ্তম পে কমিশন নিয়ে এখনও নিশ্চুপ মমতা সরকার। সরকারি ভাবে জানানো হয়নি কিছুই।

710

এরই মাঝে প্রকাশ্যে এল নয়া খবর। রাজ্য সরকারি কর্মীদের জন্য এল বিরাট খবর। বেতন বাড়ছে কর্মীদের।

810

রাজ্য সরকারের পরিবহন দফতরের চুক্তি ভিত্তিক বাস চালকদের বেতন ১৩ হাজার ৫০০ থেকে বেড়ে হবে ১৬ হাজার।

910

জানুয়ারি থেকে বেড়েছে বেতন। এবার মার্চের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের এরিয়ার।

1010

সব মিলিয়ে খুশির খবর কর্মীদের মাঝে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos