নানুর দিবসে পথে নামার আগেই অনুব্রতর সঙ্গে ১০ মিনিটের বৈঠক মমতার, রয়েছে ঠাসা কর্মসূচি

Published : Jul 28, 2025, 09:37 AM ISTUpdated : Jul 28, 2025, 09:40 AM IST

বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পথে নামবেন। সোমবার নানুর দিবস পালন করবেন মমতা। মিছিল করবেন মুখ্যমন্ত্রী। সঙ্গে থাকবেন তৃণমূলের প্রথম সারির নেতারা। ২৫ বছর আগে সিপিএম-এর সন্ত্রাসের শিকার হয়েছিল নানুরের গরিব মানুষ।

PREV
15
নানুর দিবস পালন মমতার

বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পথে নামবেন। সোমবার নানুর দিবস পালন করবেন মমতা। মিছিল করবেন মুখ্যমন্ত্রী। সঙ্গে থাকবেন তৃণমূলের প্রথম সারির নেতারা। ২৫ বছর আগে সিপিএম-এর সন্ত্রাসের শিকার হয়েছিল নানুরের গরিব মানুষ। অভিযোগ উঠেছিল স্থানীয় সিপিএম নেতা নানুর ক্ষেতমজুরদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছিল। সেই ঘটনার কথা স্মরণ করে তৃণমূল দিনটিকে নানুর দিবস হিসেবে পালন করে। এদিন নানুর দিবস উপলক্ষ্যেই অতীতের সন্ত্রাসের কথা স্মরণ করিয়ে দিতেই পথে নামছেন মমতা। দিনটি তাৎপর্যপূর্ণ বীরভূমের রাজনীতিতে। কারণ অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্বে উত্তাল বীরভূমের রাজনীতি। নাম না করেই একে অপরকে নিশানা করেন। ভোটের মুখে তৃণমূলের দুই শিবিরকেই শান্ত ও ঐক্যবদ্ধ করতেই মমতার এই উদ্যোগ বলে মনে করছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা।

DID YOU KNOW ?
নানুর হত্যাকাণ্ড?
নানুর হত্যাকাণ্ড ২০০০ সালের ২৭ জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর থানা এলাকার সূচপুরে হয়। এগারো জন ভূমিহীন ক্ষেতমজুর হত্যা করা হয়েছিল। স্থানীয় সিপিআই(এম) সদস্যরা এই হত্যাকাণ্ডে অভিযুক্ত ।
25
অনুব্রত-কাজল দ্বন্দ্বের মধ্যস্থতায় মমতা?

রবিবার রাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে পৌঁছে গিয়েছিলেন। ২১ জুলাইয়ের মঞ্চে অনুব্রতকে দেখা যায়নি। আগের দিনই মূল মঞ্চের আগে অনুব্রতকে আটকে দিয়েছিল পুলিশ। তারপর ওমুখো হননি মমতার স্নেহধন্য কেষ্টা কিন্তু মমতা বীরভূম যাওয়ার পর তিনি একা একা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তৃণমূল সূত্রের খবর 'দিদির' জন্য তিনি চপমুড়ি নিয়ে গিয়েছিলেন। প্রায় ১০ মিনিট একান্ত কথাও বলেন। কিন্তু কী কথা হয়েছিল তা নিয়ে দুই তরফই মুখে কুলুপ এঁটেছে। যদিও অনুব্রতর আগেই মমতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কাজল শেখরা মুখ্যমন্ত্রী রয়েছেন বীরভূমের অতিথি নিবাসে। সেখানেই তার সঙ্গে দেখা করেছেন ফিরহাদ হাকিম, ময়ল ঘটক,আশিক বন্দ্যোপাধ্যায় ও কাজল শেখ। সূত্রের খবর জেলা দুই যুযুধান গোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের পরামর্শ দিয়েছেন মমতা।

35
ভাষা আন্দোলনে মমতা

রবিবার থেকেই ভাষা আন্দোলনে নেমেছেন তৃণমূল কংগ্রেস। তারই অধীনে রয়েছে নানুর দিবস কর্মসূচি। বীরভূমের লজ মোড় থেকে মিছিল শুরু হবে দুপুর দুটোয়। মিছিলেন যাত্রাপথ শান্তিনিকেতনে রোড ধরে চৌরাস্তা হয়ে শ্রীনিকেতন রোড পেরিয়ে জামমুড়ি বাসস্ট্যান্ড। সেখাই জনতার উদ্দ্যেশে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। থাকবেন তৃণমূল কংগ্রেসের নেতারা। এই মিছিলেন স্থানীয় একাধিক সংস্কৃতিক দল উপস্থিত থাকবে।

45
প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

দলীয় কর্মসূচি ছাড়াও প্রশাসনিক বৈঠকও হবে বীরভূমে। সোমবার দুপুর ১টায় শুরু হবে প্রশাসনিক বৈঠক। উদ্বোধন করবেন জয়দেব সেতু। পূর্ব বর্ধমানের সঙ্গে বীরভূমের সড়ক পথে যোগাযোগ আরও দৃঢ় হবে। ৩৩ কিলোমিটার পথ কমে যাবে।

55
কাল ইলামবাজারে মমতা

মমতা দুই দিনের সফরে বীরভূম গিয়েছেন। ২১ জুলাই অর্থাৎ মঙ্গলবার তিনি একটি বৈঠক করবেন ইলামবাজারে। দুপুরে হবে সেই বৈঠক। তারপরই তিনি কলকাতায় ফিরবেন। তৃণমূল সূত্রের খবর একদিকে দলীয় ও প্রশাসনিক কর্মসূচি যেমন রয়েছে মমতার। তেমনই বীরভূমে অনুব্রত ও কাজলের সম্পর্কে যে টানাপোড়েন রয়েছে তাও খতম করতে মরিয়ে চেষ্টা করছেন মমতা। তেমনই বলছে তৃণমূলের একটি সূত্র।

Read more Photos on
click me!

Recommended Stories