সূত্রের খবর বুধবার পরীক্ষা করার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের কিছু সমস্যা ধরা পড়ে। সেইমত চিকিৎসকরা তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন।
বুধবার নিউ টাউনের বেসরকারি চোখের হাসপাতালে আচমকাই গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দিন পরে শুক্রবার আবারও সেই একই হাসপাতালে গেলেন তিনি। শুক্রবার বিকেলে চোখের হাসপাতালে তাঁকে আবারও ঢুকতে দেখা যায়। সূত্রের খবর এদিন তাঁর চোখের অপারেশন হবে।
সূত্রের খবর বুধবার পরীক্ষা করার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের কিছু সমস্যা ধরা পড়ে। সেইমত চিকিৎসকরা তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। সেই কারণেই মমতা শুক্রবার আবারও নিউটাউনের বেসরকারি হাসপাতালে পৌঁছেছেন বলে সূত্রের খবর। সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চোখে ইমম্যাতিওরড ছানি বা ইমম্যাটিওরড ক্যাটারাক্ট ধরা পড়েছে। সেটাই আপারেশন করার কথা বলেছিলেন চিকিৎসকরা। তবে এদিন ঠিক কতটা সময় ধরে অপারেশন হবে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। অন্যদিকে মুখ্যমন্ত্রীর দফতর বা নবান্ন থেকেও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানান হয়নি।
এর আগে মমতা বন্দ্যোপাধ্য়ায়ে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। স্পেনে গিয়েছিলেন সেই সময় তাঁর পায়ে চোট লেগেছিল। কলকাতা ফিরেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করান মমতা। সেই সময় বেশ কিছুদিন ধরেই বাড়িতেই ছিলেন মমতা। উল্লেখ্য, কিছুদিন আগেই একটি ছোট অস্ত্রোপচার হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়। যেদিন তিনি ভর্তি হন, সেদিনই তাঁকে ছেড়ে দেওয়া হয়।