Mamata Banerjee: সাত দিনের স্পেন সফর শেষে আজই দুবাই-এর উদ্দেশে রওনা হবেন মমতা, যোগ দেবেন বানিজ্য বৈঠকে

এবার রাজ্যে লগ্নি আনার লক্ষ্যে দুবাইয়ের পথে পা বাড়াবেন তিনি। মাদ্রিদ এবং বার্সেলোনার মতো দুবাইয়েও একাধিক বানিজ্য সম্মেলন ও বৈঠকে যোগ দেবেন তিনি।

অবশেষে সাত দিনের স্পেন সফর শেষ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই বার্সেলোনা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন মমতা। মূলত রাজ্যে বিনিয়োগ আনতেই মমতার এই বিদেশ সফর বলে আগেই জানিয়েছে নবান্ন। মাদ্রিদ এবং বার্সেলোনায় বানিজ্য বৈঠকে যোগও দিয়েছিলেন মমতা। এবার রাজ্যে লগ্নি আনার লক্ষ্যে দুবাইয়ের পথে পা বাড়াবেন তিনি। মাদ্রিদ এবং বার্সেলোনার মতো দুবাইয়েও একাধিক বানিজ্য সম্মেলন ও বৈঠকে যোগ দেবেন তিনি। তবে দুবাই-এ মুখ্যমন্ত্রীর সফর সূচি সম্পর্কে এখনও পরিষ্কারভাবে কিছুই জানা যায়নি।

প্রসঙ্গত, মঙ্গলবারই বার্সেলোনার সভায় হাজির হওয়া শিল্পপতিদের কাছে তিনি পশ্চিমবঙ্গে শিল্পস্থাপন এবং লগ্নির জন্য আর্জি জানান। ভারতকে এখন নেতৃত্ব দিচ্ছে বাংলা, এই কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলা এখন দেশের মধ্যে সবচেয়ে উন্নতিশীল রাজ্য। ভারতকে বাংলাই নেতৃত্ব দিচ্ছে। আমরাই গেম চেঞ্জার। তাই আমাদের রাজ্যে বিনিয়োগ করুন। কোনও সমস্যা হবে না।" এর পাশাপাশি ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে তিনি এও জানান, "বাংলায় জমি থেকে যোগাযোগ, প্রশিক্ষিত শ্রমিক থেকে সরকারি সুবিধা, সবকিছুই পাবেন।’’

Latest Videos

মঙ্গলবার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের সপ্তম দিন। রবিবার তিনি বার্সেলোনা-এ পৌঁছেছেন। মঙ্গলবার এল প্যালেস হোটেলের গ্র্যান্ড ভিয়া হলে একটি শিল্প সম্মেলন আয়োজিত হয়। সেখানে সঞ্চালনা করেছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। নিজের প্রশাসনের সামাজিক এবং মানবিক দৃষ্টিভঙ্গি, সামাজিক সুরক্ষা ও নারীর ক্ষমতায়নের কথা উল্লেখ করে মমতা বলেছেন, ‘‘সমাজের দরিদ্রতম অংশের জীবনে আলো জ্বালাই আমাদের লক্ষ্য। সেই কাজই আমরা করে চলেছি।’’

Share this article
click me!

Latest Videos

চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari