পশ্চিমবঙ্গ সরকার যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিচ্ছে। এই প্রকল্পে অষ্টম শ্রেণি পাশ হলেই ১৮ থেকে ৪৫ বছর বয়সীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পেতে পারেন।
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যে চালু করেছে একের পর এক প্রকল্প। যার দ্বারা প্রতি মুহূর্তে উপকৃত হচ্ছেন বহু মানুষ। মমতা সরকার ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার মতো নানান প্রকল্প চালু করেছেন। যার দ্বারা প্রতি মাসে মেলে মোটা টাকা।
25
এবার প্রকাশ্যে এল আরও এক প্রকল্পের কথা। এবার এইট পাশ করলেই মাসে মাসে পাবেন ১৫০০ টাকা। বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে এই ভাতা দিচ্ছে মমতা সরকার। এই প্রকল্পের সুবিধা পেতে হলে এখনই আবেদন করতে পারেন। প্রকল্পের নাম যুবশ্রী।
35
আপনার বয়স যদি হয় ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে, আর আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে এই সুবিধা পেতে পারেন। তেমনই আবেদনকারী প্রত্যেকের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম থাকতে হবে। মূলত যুবসমাজকে আর্থিকভাবে সহায়তা করতে এই সকল প্রকল্প এনেছে মমতা সরকার।
এই প্রকল্পের জন্য আবেদন করতে দরকার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ইনকাম সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিলেট, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের সার্টিফিকেট নিজের কাছে রাখুন। সঙ্গে রাখতে হবে অষ্টম শ্রেণির সার্টিফিকেট।
55
আবেদন করতে হলে সবার আগে http://employmentbankwb.gov.in এন্ট্রি করুন। এরপর New Enrollment Job Seeker অপশনে ক্লিক করে নিজের নাম, ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা ও ফোন নম্বর দিন। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে employment exchange থেকে কার্ড পাবেন। এই কার্ড পেলে apply for yuvashree অপশন বেছে নিন।