SIR: মঙ্গলবার বাড়িতে BLO-রা, রাস্তায় নেমে জোরালো প্রতিবাদে মমতা-অভিষেকরা

Published : Nov 01, 2025, 02:55 PM IST

প্রথম থেকেই SIR নিয়ে আপত্তি জানিয়ে আসছিল তৃণমূল কংগ্রেস। সরব ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। পথে নামছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় আর 'সেনাপতি' অভিষেক। 

PREV
15
SIR-এর বিরোধিতা

প্রথম থেকেই SIR নিয়ে আপত্তি জানিয়ে আসছিল তৃণমূল কংগ্রেস। সরব ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এবার সেই বিরোধিতার সুর আরও চড়াল তৃণমূল। মঙ্গলবার রাজ্যে শুরু হবে SIR। সেই দিনই পথে নামছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় আর 'সেনাপতি' অভিষেক।

25
মঙ্গলবার থেকে রাজ্যে SIR শুরু

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়ে যাচ্ছে SIR। ইতিমধ্যেই বিএলওদের প্রশিক্ষণপর্ব শেষের পথে। মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যেতে পারেন বিএলওরা। কমিশনের ঘোষণা অনুযায়ী ২০০২ সালের ভোটার লিস্টকেই প্রাধান্য দেওয়া হবে। কমিশনও জানিয়েছে যাদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই তাদের কোনও সমস্যা নেই। বাবা ও মায়ের নাম থাকলেই হবে।

35
পথে মমতা-অভিষেক

SIR যেদিন শুরু হবে, অর্থাৎ বিএলওরা মঙ্গলবারই বাড়ি বাড়ি গিয়ে SIR-এর কাজ শুরু করবেন। সেই দিনই মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর SIR নিয়ে বিজেপি চরম বার্তা পাঠাতেই মুখ্যমন্ত্রী পথে নামছেন। SIR-এর মধ্যে দিয়ে যাতে বৈধ কোনও ভোটারের নাম বাদ না যায়, সেই দিকে খেয়াল রাখতেই এই পদক্ষেপ ঘাসফুল শিবিরের।

45
তৃণমূলের মিছিল

তৃণমূল সত্রের খবর মঙ্গলবার, ৪ নভেম্বর দুপুর ১টা বেজে ৩০ মিনিটে মিছিল শুরু করবে তৃণমূল কংগ্রেস। রেড রোডের গান্ধীমূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হবে। বিআর আম্বেডকরের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তৃণমূল নেতৃত্ব। মিছিল যাবে উত্তর কলকাতার জোড়া শাঁক পর্যন্ত। মিছিলে সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য-সহ সকল জনপ্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

55
SIR আতঙ্ক

রাজ্যে SIR নিয়ে রীতিমত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যেই দুই জন SIR আতঙ্কে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন অভিষেক ও মমতা। মমতা আগেই জানিয়েছেন, কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এবার নিয়ে পথে নেমে আরও জোরালো করছে প্রতিবাদ।

Read more Photos on
click me!

Recommended Stories