অ্যাকাউন্টে ঢুকবে ৩৩,০০০, টাকা দিচ্ছে মমতা সরকার, আজই নাম লেখান এই বিশেষ প্রকল্পে

Published : Apr 08, 2025, 10:21 AM IST

সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য মমতা সরকারের ঐক্যশ্রী প্রকল্প ২০১৯-২০ থেকে চালু হয়েছে। এই প্রকল্পে সর্বোচ্চ ৩৩ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়। মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সি ও জৈন শিক্ষার্থীরা wbmdfcscholarship.in-এ আবেদন করতে পারেন।

PREV
110

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক ভাতা চালু করেছে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্যবাসীর দিকে।

210

চালু করেছে বিভিন্ন ভাতা। স্কুল পড়ুয়া থেকে বৃদ্ধ সকলের জন্য ভাতা চালু করেছে মমতা সরকার।

410

এবার প্রকাশ্যে এল আরও এক ভাতার কথা। ২০১৯-২০ থেকে চালু রয়েছে এই ভাতা।

510

সর্বোচ্চ ৩৩ হাজার টাকা দেওয়া হয় এই প্রকল্পে। প্রকল্পের নাম ঐক্যশ্রী।

610

সংখ্যালঘু শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে সহায়তা প্রদানের উদ্দেশ্যে চালু করা হয়েছে ঐক্যশ্রী প্রকল্প।

710

এই প্রকল্পের আওতায় মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ পার্সি এবং জৈন শিক্ষার্থীরা আছে।

810

মোট পাঁচ ধরনের স্কলারশিপ আছে এর আওতায়। প্রি ম্যাট্রিক, স্কলারশির, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, মেরিট-কাম-মেন্স স্কলারশিপ, আন্ডার টেলেন্টি সাপোর্ট প্রোগ্রাম এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ।

910

এই সকল স্কলারশিপে ৩৩ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। তাই দেরি না করে আজই আবেদন করুন।

1010

wbmdfcscholarship.in -এ গিয়ে আবেদন করতে পারেন। সদ্য সকল পরীক্ষা শেষ হয়েছে। নতুন ক্লাসে ভর্তির আগে স্কলারশিপের জন্য আবেদন করুন।

click me!

Recommended Stories