তৃণমূল নেতা বাইতুল্লা শেখ খুনে গ্রেফতার মাস্টার মাইন্ড, নেপাল সীমান্ত থেকে ধৃত

Published : Jul 28, 2025, 10:27 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Crime News: তৃণমূল নেতা বাইতুল্লা শেখ খুনে গ্রেফতার মূল অভিযুক্ত। নেপাল সীমান্ত থেকে গ্রেফতার অভিযুক্ত। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Crime News: বাইতুল্লা শেখ খুনের মূল অভিযুক্ত গ্রেফতার। নেপাল পালানোর আগেই মল্লারপুর থানার পুলিশের সফল অভিযান। গত ১৯ জুলাই সন্ধ্যাবেলা বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত বিশিয়া গ্রামে ঘটে যায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। তৃণমূল নেতা বাইতুল্লা শেখকে পরপর তিনটি বোমা মেরে নৃশংসভাবে হত্যা করে দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও রাজনৈতিক উত্তেজনা।

এই খুনের ঘটনার তদন্তে নেমে মল্লারপুর থানার পুলিশ অবশেষে মূল অভিযুক্ত সাগর শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইতুল্লা শেখকে হত্যার পর সাগর শেখ বিহারের যোগবানী এলাকায় আত্মগোপন করে এবং সেখান থেকে নেপালে পালিয়ে যাওয়ার ছক কষে। তবে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নেপাল সীমান্তের কাছে ওত পেতে থাকে এবং ঠিক সময়ে তৎপর হয়ে নেপালে প্রবেশের আগেই সাগর শেখকে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিশ।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, গ্রেফতারের পর অভিযুক্ত সাগর শেখ স্বীকার করে যে সে-ই বাইতুল্লা শেখকে নিজ হাতে বোমা মেরে খুন করেছে। সে জানায়, ঘটনাস্থলে সে একাই ছিল এবং তার ভাইয়েরা এসে পড়ার আগেই সে বাইতুল্লাকে বোমা মেরে হত্যা করে। তার মতে, যদি সে একটু দেরি করত, তাহলে তার ভাইয়েরা তাকে থামিয়ে দিত, এবং বাইতুল্লা শেখ বেঁচে যেত।

অন্যদিকে, পরিবারে তিনিই ছিলেন একমাত্র রোজগেরে ব্যক্তি। গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারানো ২৬ জন পর্যটকের মধ্যে তিনিই ছিলেন একমাত্র কাশ্মীরি। নাম সৈয়দ আদিল। বৈসরন উপত্যকা জুড়ে টাট্টু ঘোড়ায় পর্যটকদের নিয়ে ঘুরে বেড়াতেন তিনি। কিন্তু গত ২২ এপ্রিল দুপুরের পর বদলে গিয়েছে উপত্যকার চিত্র। এক লহমায় অন্ধকার নেমে এসেছে সৈয়দ আদিলের পরিবারেও। কারণ, জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছে সেও। সোমবার উপত্যকায় অপারেশন মহাদেবে জঙ্গি নিধনের খবরে ভারতীয় সেনা ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন নিহত আদিলের ছোটো ভাই ও তার পরিবার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'ভারতবর্ষের কোথাও বাবরি মসজিদ করতে দেব না', রাজ্যসভায় হুঙ্কার শমীক ভট্টাচার্যের
West Bengal SIR News: SIR ভয়ে দেশ ছাড়ার হিড়িক! হাকিমপুর চেকপোস্টে দিন দিন বাড়ছে বাংলাদেশিদের ভিড়