
Hooghly News: স্ত্রীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ প্রাক্তন পুরকর্মীর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হুগলির কোন্নগরে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দেনায় জর্জরিত হয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। তা নিয়ে দাম্পত্য কলহ লেগেই ছিল। কিন্তু সেই কারণেই কী এই চরম সিদ্ধান্ত? নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায়। তাঁর স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়, দিদি ও পরিবারের সদস্যদের সঙ্গে কোন্ননগরের বাড়িতে থাকতেন ওই ব্যক্তি। সূত্রের খবর, বর্তমানে কোনও কাজ করতেন না অশোক। বাজারে প্রচুর টাকা ধার হয়ে গিয়েছিল তাঁর। তা নিয়ে দাম্পত্য কলহ লেগেই ছিল। মঙ্গলবার রাতেও তাঁদের মধ্যে অশান্তি হয় বলে খবর। এরপর বুধবার সকালে দিদিকে প্রণাম করে বাড়ি থেকে বের হন অশোক। এরপর ছোড়দিকে ফোন করে নাকি তিনি জানান স্ত্রীকে খুন করেছেন।
এরপর সটান থানায় হাজির হন অশোক, আত্মসমর্পণ করেন। এদিকে অভিযুক্তের দিদি কাউন্সিলরদের বিষয়টা জানান। স্থানীয় ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশ গিয়ে দরজার তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। গ্রেফতার করা হয় অশোককে। কিন্তু কেন এই খুন? দেনা নিয়ে অশান্তিই কারণ, নাকি নেপথ্যে লুকিয়ে অন্য রহস্য? জানার চেষ্টা করছে পুলিশ।
অন্যদিকে, আরামবাগের তিরোল অঞ্চলের বিশমাইলে উত্তেজনা ছড়াল সিভিক ও ভিলেজ পুলিশের বিরুদ্ধে এক যুবককে মারধরের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তপন মুদি নামে এক আদিবাসী যুবক মিলের কর্মী। রাত দুটোয় কাজ করতে যাওয়ার সময় ওই দুই জন তাঁকে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার পরই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন এবং বর্ধমান-আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন।
ঘণ্টাখানেক ধরে চলা অবরোধে অফিসযাত্রী, সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন হয়। দীর্ঘ পাঁচ ঘন্টা অবরুদ্ধ চলার পর আদিবাসী সংগঠনের সঙ্গে আরামবাগ থানার পুলিশ কথা বলে এবং তাদের আশ্বাস দেওয়া হয় অভিযুক্ত দুইজনকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এই আশ্বাসে অবরোধ ওঠে। স্বাভাবিক হয় যান চলাচল। দাবি উঠেছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।