'ত্রিকোণ' প্রেমের জন্য প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী যুবক! লেক গার্ডেন্সের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ

Published : Jul 04, 2024, 10:16 PM IST
MURDER CRIME

সংক্ষিপ্ত

'ত্রিকোণ' প্রেমের জন্য প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী যুবক! লেক গার্ডেন্সের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ

বুধবার বিকেলে লেক গার্ডেন্সের একটি অতিথিশালায় প্রেমিকাকে গুলি করে নিজে আত্মহত্যা করে এক যুবক। এই প্রেমের নেপথ্যে কী কারণ রয়েছে তার তদন্তে ইতিমধ্যেই নেমে পড়েছে পুলিশ।

অন্যদিকে খুনের কারণ হিসাবে ত্রিকোণ প্রেম রয়েছে বলেই সন্দেহ করছে পুলিশ। আত্মঘাতী রাকেশের কাছ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে আহত প্রেমিকারও বয়ান নেওয়া হয়েছে।

তরুণী জানায়, সম্প্রতি এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছিল তরুণীর। তা ভীষণ ভাবে অপছন্দ ছিল রাকেশের। বহুদিন ধরে তাঁরে মধ্যে সম্পর্ক ছিল তাই তৃতীয় ব্যক্তির প্রবেশ একেবারেই মেনে নিতে পারছিল না রাকেশ।

এর ফলে মারাত্মক দূরত্ব তৈরি হয়েছিল রাকেশ ও প্রেমিকার। সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল রাকেশের তাই সরাসরি কথা বলার জন্যই প্রেমিকাকে হোটেলে ডাকে রাকেশ। আত্মহত্যার পরিকল্পনা আগে থেকেই ছিল তাই নিজের সঙ্গে একটা বন্দুকও রেখেছিল রাকেশ।

আত্মঘাতী যুবক একজন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। তাই কোতা থেকে তিনি আগ্নেয়াস্ত্র পেলেন তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?