চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য দুর্দান্ত খবর, অবসরে পাঁচ লক্ষ টাকা সবার অ্যাকাউন্টে

চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য দারুণ খবর। অবসরের সময় তারা পাবেন এককালীন পাঁচ লক্ষ টাকা।

Subhankar Das | Published : Jul 4, 2024 3:43 PM IST / Updated: Jul 04 2024, 10:42 PM IST

চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য দারুণ খবর। অবসরের সময় তারা পাবেন এককালীন পাঁচ লক্ষ টাকা।

এই রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য এবার দুর্দান্ত খবর। অবসরের সময় তারা প্রত্যেকে পাবেন এককালীন পাঁচ লক্ষ টাকা করে। বৃহস্পতিবার, এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

Latest Videos

প্রসঙ্গত, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মরত চুক্তিভিত্তিক প্রত্যেক কর্মচারীর (Employees) জন্য ভাতার অঙ্ক আগেই বৃদ্ধি করা হয়েছিল। অবসরের সময়ে তারা পাঁচ লক্ষ টাকা করে পাবেন, এই সিদ্ধান্ত গত মার্চেই নেওয়া হয় নবান্নর পক্ষ থেকে।

সেই তালিকায় এবার যুক্ত হলেন শিক্ষা দফতরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরাও। বৃহস্পতিবার, এক্স হ্যান্ডলে পোস্ট করে এই সুখবর দেন রাজ্যের শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসু (Bratya Basu)।

উল্লেখ্য, আশা কর্মী, সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) এবং ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা অবসরের সময়ে এই সুবিধা পাবেন, তা আগেই জানায় নবান্ন। এবার শিক্ষা দফতরের (Education Department) অধীনে থাকা সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরাও এই নিয়মের আওতায় চলে এলেন।

এক্স হ্যান্ডলে ব্রাত্য বসু লেখেন, “এই সুবিধা পাবেন প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপার ভাইজ়ার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে ও এমএসকে-র কর্মীরা।”

সরকারি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, আগামী ১ এপ্রিল, ২০২৪ থেকেই এই নিয়ম কার্যকর করা হবে। অর্থাৎ, ১ এপ্রিল থেকে এইপর্যন্ত যারা অবসর নিয়েছেন, তারাও এককালীন ভাতার বর্ধিত অঙ্ক পাবেন।

আর এর ফলে রীতিমতো খুশি সকল চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরা। কারণ, অবসরের সময় তারা সবাই পাবেন এককালীন পাঁচ লক্ষ টাকা করে। যা নিঃসন্দেহে সুখবর তাদের জন্য। হস্পতিবার, এই কথা ঘোষণা করেন ব্রাত্য বসু।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

তীব্র চাঞ্চল্য Jaynagar-এ! প্রকাশ্যে MP-কে জুতো দেখিয়ে চলে Kultali-র জনসাধারণের প্রতিবাদ! | Jaynagar
বিরাট চাপে মমতা! এবার 'জাস্টিস ফর মহিষমারি'! স্লোগানে কাঁপছে জয়নগর | Joynagar | Jaynagar News |
শেষমেশ কাটলো আশঙ্কা! হাসপাতাল থেকে ছাড়া পেলেন Govinda! ধন্যবাদ জানালেন ডাক্তার ও ভক্তদের | Govinda
বড় সিদ্ধান্ত! প্রতিবাদে পুজোর উদ্বোধনে না! বাংলা লাশের রাজ্যে পরিণত হয়েছে : সুকান্ত | Jaynagar News
থমথমে পরিবেশ জয়নগরে! কুলতলি কাণ্ডের প্রতিবাদে থানার সামনে অবস্থান বিক্ষোভ মহিষমারির জনতার! | Kultali