গভীর রাতে অন্ধ্রে ল্যান্ডফল মোন্থার, ভিজবে বাংলাও, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া

Published : Oct 29, 2025, 06:57 AM IST

অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মোন্থার ল্যান্ডফলের প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলতে পারে।

PREV
15

মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর থেকে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখার নির্দেশ জারি করেছিল অন্ধ্রপ্রদেশ প্রশাসন। ওই সময় থেকেই শুরু হয়েছিল মোন্থার ল্যান্ডফলের প্রক্রিয়া। এর প্রভাব পড়েছে বাংলাতেও। জেনে নিন কোন কোন জেলা ভিজবে আজ।

25

এদিকে কাল দুপুর থেকেই মোন্থার আউটার ব্যান্ডের মেঘ দক্ষিণবঙ্গের আকাশে ঢুকতে শুরু করেছিল। দুপুর থেকে বদল হতে শুরু করে আবহাওয়া। শেষ পর্যন্ত কলকাতা ও সল্টলেকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়। দমদম ও ব্যারাকরপুরে সামান্য কিছু বৃষ্টি হলেও পূর্বও পশ্চিম মেদিনীপুর ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অঞ্চলে ভালোই বৃষ্টি হয়।

35

আবহাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি। বাংলার বিভিন্ন জায়গায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এদিকে আজ বুধবার সকাল থেকেই দেখা যাচ্ছে মেঘলা আকাশ। কোথাও কোথাও হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

45

হাওয়া অফিস সূত্রে খবর, আজ বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে।

55

বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে সর্বত্র হালকা বৃষ্টির পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় হবে ভারী বৃষ্টি। বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের কয়টি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস আছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা আছে। এই বৃষ্টি চলবে ১ নভেম্বর পর্যন্ত।

Read more Photos on
click me!

Recommended Stories