বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে সর্বত্র হালকা বৃষ্টির পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় হবে ভারী বৃষ্টি। বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের কয়টি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস আছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা আছে। এই বৃষ্টি চলবে ১ নভেম্বর পর্যন্ত।