কলকাতার উপকণ্ঠে এবার মাওবাদী পোস্টার! শহরে কি নাশকতার ছক? ধৃত ৭জন মাওবাদী

Published : Feb 05, 2025, 03:47 PM IST
Maobadi Poster

সংক্ষিপ্ত

এই ঘটনায় ইতিমধ্যেী এক মাও নেত্রী সহ ৭ জনকে গ্রেফতার করেছে রহড়া থানার পুলিশ।

এবার কলকাতার উপকণ্ঠে পড়ল মাওবাদী পোস্টার। মঙ্গলবার রাত থেকেই খড়দহ স্টেশন চত্বর থেকে শুরু করে আশপাশের জনবহুল এলাকা ছেয়ে গেছে সেই পোস্টারে।

এই ঘটনায় ইতিমধ্যেী এক মাও নেত্রী সহ ৭ জনকে গ্রেফতার করেছে রহড়া থানার পুলিশ। গ্রেফতারির সময়তেও তারা স্লোগান দিতে থাকে। সূত্রের খবর, ধৃতদের সঙ্গে উত্তরবঙ্গ যোগ রয়েছে। তবে ধৃতদের কলকাতা বা তার আশপাশে কোনও নাশকতার ছক ছিল কিনা, তা খতিয়ে দেখতে শুরু হয়ে গেছে তদন্ত।

পুলিশ এবং স্থানীয় সূত্র মারফৎ জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে চারজন যুবক ট্রেন থেকে নেমে খড়দহ রেল স্টেশন চত্বরের বিভিন্ন দেওয়ালে বেশ কিছু মাওবাদী পোস্টার সাঁটিয়ে দেয়। পোস্টার লাগিয়ে তারা আবার ট্রেনে উঠে চলে যায়। সেই পোস্টারগুলিতে লেখা রয়েছে, ছত্রিশগড়, ওড়িশা, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশে বিপ্লবী কৃষক যোদ্ধাদের উপর সরকার অত্যাচার করছে।

তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক দেওয়া হয়েছে। বস্তার ও আবুঝমার সহ বিভিন্ন এলাকায় বিপ্লবীদের রক্তে ভেজা পথে এগিয়ে চলতে হবে। ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিপ্লবী আন্দোলন গড়ে তোলারও ডাক দেওয়া হয়েছে। লালকালিতে লেখা ওই পোস্টারের নিচে লেখা রয়েছে মার্কসবাদী লেলিনবাদী মাওবাদী সংগঠন।

এদিকে এই পোস্টারের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। এরপর সেইসব পোস্টার ছিঁড়ে দেয় তারা। সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় তদন্ত। বুধবার সকালে রহড়ার আবাসনে অভিযান চালায় রহড়া থানার পুলিশ। আর সেখান থেকেই এক মাওবাদী নেত্রী সহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, প্রত্যেকেই মাওবাদী স্কোয়াডের সদস্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের
Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর