
মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপি তথা হিন্দুত্ববাদীদের আক্রমণ করে বলেছেন, ‘কে কী পরবে, কে কী খাবে, তা কি ওরা ঠিক করে দেবে?’ গোমাংস নিষিদ্ধ করার পক্ষে নয় তৃণমূল কংগ্রেস। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রকাশ্যে গোমাংস বিক্রি হয়। অভিন্ন দেওয়ানি বিধি জারি করার পক্ষেও নয় পশ্চিমবঙ্গের শাসক দল। কিন্তু সেই দলেরই সাংসদ তথা বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা শুধু গোমাংসই নয়, সারা দেশে আমিষ খাবার নিষিদ্ধ করার দাবি জানিয়ে বসলেন। এমনকী, উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি জারি করাকে সমর্থনও জানিয়েছেন শত্রুঘ্ন। এই বক্তব্যের মাধ্যমে দলকে অস্বস্তিতে ফেলে দিলেন 'বিহারীবাবু।'
কেন আমিষ নিষিদ্ধ করার দাবি?
আসানসোলের সাংসদ বলেছেন, ‘শুধু গোমাংসই নয়, সারা দেশে আমিষ খাবার নিষিদ্ধ করা উচিত। বিভিন্ন জায়গায় গোমাংস নিষিদ্ধ করেছে সেখানকার সরকার। কিন্তু বিভিন্ন জায়গায় এখনও গোমাংস আইনসম্মত। উত্তর-পূর্ব ভারতে প্রকাশ্যে গোমাংস খাওয়া যায়। কিন্তু উত্তর ভারতে খাওয়া যায় না। উত্তর ভারতে যে নিয়ম জারি করা যায়, তা উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে জারি করা যায় না।’
অভিন্ন দেওয়ানি বিধির সমর্থক শত্রুঘ্ন
অভিন্ন দেওয়ানি বিধি প্রসঙ্গে শত্রুঘ্ন বলেছেন, ‘অভিন্ন দেওয়ানি বিধিতে অনেক ফাঁক আছে। অনেক বিষয়ে আলোচনা করার আছে। অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরি করার আগে সর্বদল বৈঠক করা উচিত।’
শত্রুঘ্নর বক্তব্য অনুমোদন করবে দল?
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বারবার বলেছেন, তাঁরা কারও ব্যক্তিগত বিশ্বাস বা অভ্যাসে আঘাত করার পক্ষে নন। কয়েক বছর আগে দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গে গোমাংস বিক্রি বন্ধ রাখার দাবি জানিয়েছিল একটি হিন্দুত্ববাদী সংগঠন। কিন্তু সেই দাবি মানেনি পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী পরে প্রকাশ্যে বলেছিলেন, তিনি গোমাংস নিষিদ্ধ করার দাবি মানবেন না। কিন্তু তাঁর দলেরই সাংসদ গেরুয়া শিবিরের সুরে আমিষ নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন। এ বিষয়ে এখনও সরকারিভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষের মাছ-ভাত বা মাংস-ভাত না হলে চলে না। সেই রাজ্যের সাংসদের আমিষ নিষিদ্ধ করার দাবি অন্তত তাঁর দলে আমল পাবে না বলেই ধারণা রাজনৈতিক মহলের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Modi Government 3.0: অভিন্ন দেওয়ানি বিধি থেকে পাক-অধিকৃত কাশ্মীর, ধাক্কা খাচ্ছে একাধিক পরিকল্পনা
উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড প্রযোজ্য হল! এই ৫ নিয়মের গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন
'গোমাংস খাওয়া' নিয়ে কংগ্রেসকে তোপ যোগী আদিত্যনাথের, নিশানায় রাম মন্দির ইস্যুও