র্গাপুজোয় রাজ্যের দেওয়া অনুদানের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। কিন্তু প্রত্যেকবারই আদালত মামলা খারিজ করে দেয়।
দুর্গা পুজোর অনুদান নিয়ে গতবারের মত এবারও কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। চলতি বছর ক্লাবগুলিকে ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়ার দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই বিষয়কে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করে সৌরভ দত্ত। তিনি পূর্বের জনস্বার্থ মামলার সঙ্গে বিষয়টি সংযুক্ত করার আবেদন জানিয়েছেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এই আবেদন মঞ্জুর করেন। নতুন আবেদন করার অনুমোদন দেন। সেই মামলার শুনানি হবে আগামী সপ্তাহে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ২২ অগাস্ট ঘোষণা করেছিলেন চলতি এবার ক্লাবগুলিকে ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। যা গতবছরের তুলনা বেশি। রাজ্য সরকারের টাকা দেওয়ার প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ জানিয়েই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন সৌরভ দত্ত। তিনি পুরনো মামলাতেই এই মামলা সংযুক্ত করার আবেদন জানিয়েছিলেন। গতবছর পর্যন্ত রাজ্য সরকার ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছিল।
এর আগেও দুর্গাপুজোয় রাজ্যের দেওয়া অনুদানের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। কিন্তু প্রত্যেকবারই আদালত মামলা খারিজ করে দেয়। তবে ক্লাবগুলি কীভাবে বা কোন কোন খাতে টাকা খরচ করছে তার দিকে রাজ্য সরকারকে নজর দেওয়ার কথা বলেছিল। কিন্তু এবার প্রধান বিচারপতি টিএশ শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ মামলা গ্রহণ করেছে। তাই প্রধান বিচারপতির বেঞ্চ কী নির্দেশ দেয় সেটাই আপাতত দেখার। দুর্গাপুজোর সঙ্গে রাজ্যের মানুষের ভাবাবেগ জড়িয়ে রয়েছে।
রাজ্যে এখন প্রায় ৪০ হাজার বারোয়ারি পুজো হয়। কলকাতায় বারোয়ারি পুজোর সংখ্যা ৩ হাজার। বাকি সব পুজোই জেলাতে হয়। মমতা বন্দ্যোপাধ্য়ায় ক্ষমতায় আসার পর থেকেই দুর্গাপুজোকে বিশেষ গুরুত্ব দেন। প্রথম দিকে তিনি ক্লাবগুলিকে ১০ হাজার টাকা করে অনুদান দেন। গত বছর থেকে অনুদানের টাকা বাড়িয়ে ৬০ হাজার করা হয়। গত বছর প্রায় ৪২ হাজার ক্লাবকে অনুদান দেওয়া হয়েছিল। এবছর থেকে অনুদানের টাকা ৭০ হাজার করেছেন মমতা।