DA মামলার নম্বর ৩০৩, সোমবার সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে একটি কারণে আশা সরকারি কর্মীদের

Published : Sep 05, 2025, 12:21 PM IST

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানির জন্য তৈরি হয়েছে বিশেষ বেঞ্চ। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে উঠবে মামলাটি। 

PREV
15
ডিএ মামলার আপডেট

সুপ্রিম কোর্টে চলা রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সামনে এল বড় আপডেট। আগামী ৮ সেপ্টেম্পর শুনানির জন্য উঠবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। ইতিমধ্যেই তৈরি হয়েছে বিশেষ বেঞ্চ। যা মামলার গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

25
বিশেষ বেঞ্চে ডিএ মামলা

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানির জন্য তৈরি হয়েছে বিশেষ বেঞ্চ। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে উঠবে মামলাটি। মূল মামলার সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলারও শুনানি হবে।

35
শুনানির সময়

ভারতের প্রধান বিচারপতির সম্মতিতে ৮ সেপ্টেম্বর দুপুর ২টোর পরে উঠবে মামলাটি। বেঞ্চটি বসবে কোর্ট নম্বর ১১টে। রাজ্য সরকারি কর্মীদের আশা এবার মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে। বিশেষ বেঞ্চে ডিএ মামলার শুনানি বিশেষ বেঞ্চে হওয়ায় মামলা নিয়ে কিছুটা হলেও আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা।

45
ডিএ মামলার নম্বর

এবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার নম্বর হল ৩০৩। দুপুর ২টোর পর তালিকায় মাত্র তিনটি মামলা রয়েছে। ডিএ মামলার আগে শুনানি হবে ৩০১ ও ৩০২ নম্বর মামলার।

55
ডিএ মামলার শুনানিতে অশনি সংকেত

তবে ডিএ মামলার শুনানি একটি জটিলতা রয়েছে। তার কারণ করে ডিএ মামলার আগে ৩০২ নম্বরে যে মামলাটি রয়েছে সেটি পার্ট - হার্ড- ম্যাটার। অর্থাৎ মামলার শুনানি আগে শুরু হয়েছে। সেটি অসমাপ্ত রয়েছে। এই ধরনের মামলা শেষ না হওয়া পর্যন্ত নতুন মামলা শুরু করা যায় না। তাই ৩০২ নম্বর মামলার শুনানিতে যদি বেশি সময় লাগে তাহলে কী হবে ডিএ মামলার শুনানি? যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে।

Read more Photos on
click me!

Recommended Stories