Rain Forecast: সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে ভাসবে এই জেলাগুলি, তবে কলকাতায় রবিবার দুর্যোগের সম্ভাবনা

আবার প্রবল বৃষ্টিতে ভাসবে রাজ্য। এবার ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রয়েছে জানুন কোথায় কোথায় বৃষ্টি হবে। তবে রবিবার গোটা রাজ্যের জন্য রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

 

Saborni Mitra | Published : May 30, 2024 8:39 PM / Updated: May 30 2024, 08:56 PM IST
110
ঘূর্ণাবর্ত সক্রিয়

উত্তর-পশ্চিন উত্তর প্রদেশের ওপর থেকে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেখান থেকে একটি অক্ষরেখা বিস্তৃত আছে পশ্চিমবঙ্গ পর্যন্ত। সেই অক্ষরেখা দক্ষিণ-পূর্ব, দক্ষিণ বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিমের ওপর দিয়ে গিয়েছে।

210
ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী বৃষ্টি

ঘূর্ণাবর্তের কারণে সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্তের কারণে রাজ্যের উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

310
জলীয় বাষ্প ঢুকছে

ঘূর্ণাবর্তের কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। তাই প্রচুর বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

410
শুক্রবার বৃষ্টি

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার দার্জিলিং, জলপাইগু়ড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

510
কমলা সতর্কতা জারি

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার- এই তিনটি জেলায় জারি করা হয়েছে বৃষ্টির কমলা সতর্কতা।

610
শনিবার বৃষ্টি

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দিন দার্জিলিং, জলপাইগু়ড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

710
রবিবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি

রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

810
কলকাতার আবহাওয়া

আগামী কয়ের দিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে অস্বস্তি বজায় থাকবে।

910
তাপপ্রবাহের পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের একাংশে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। সংলগ্ন এলাকাগুলিতে উষ্ণ ও আর্দ্র অবহাওয়া থাকবে বলেও জানিয়েছে।

1010
বর্ষা ঢুকেছে

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কেরলে বর্ষা ঢুকেছে। সময়ের আগেই বর্ষা ঢুকেছে। তবে রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি কবে থেকে তা এখনও জানায়নি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos