বিধানসভা উপনির্বাচনের তারকা প্রচারকের তালিকা নেই মিঠুন চক্রবর্তী, কেন বাদ 'জাত গোখরো'- জল্পনা তুঙ্গে

Published : Jun 17, 2024, 09:29 PM IST
MITHUN

সংক্ষিপ্ত

বিজেপি সূত্রের খবর উপ নির্বাচনের প্রচারে দেখা যাবে না মিঠুন চক্রবর্তীকে। সূত্রের খবর রাজনৈতিক নেতা বর্তমানে ছুটিতে রয়েছেন। কিন্তু মিঠুন নিয়ে বিজেপির রাজ্য স্তরের কোনও নেতাই তেমন কিছু বলছেন না। 

রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সূত্রের সঙ্গে প্রকাশ করেছে তারকা প্রচারকের তালিকাও। সেখানে নাম নেই সুপারস্টার মিঠুন চক্রবর্তীর। লোকসভা নির্বাচনে বাংলার তারকা প্রচারকদের অন্যতম ছিলেন মিঠুন চক্রবর্তী। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই মিছিল মিটিং রোডশোতে বিশেষ আকর্ষণ ছিলেন তিনি। কিন্তু উপনির্বাচনে তাঁকে দেখা যাবে না।

বিজেপি সূত্রের খবর উপ নির্বাচনের প্রচারে দেখা যাবে না মিঠুন চক্রবর্তীকে। সূত্রের খবর রাজনৈতিক নেতা বর্তমানে ছুটিতে রয়েছেন। কিন্তু মিঠুন নিয়ে বিজেপির রাজ্য স্তরের কোনও নেতাই তেমন কিছু বলছেন না। তাই মিঠুন চক্রবর্তীর রাজনৈতিক ভবিষ্যিৎ নিয়ে জল্পনা ক্রমশই বাড়ছে। লোকসভা ভোটের প্রচারে মিঠুন চক্রবর্তী একের এক জনসভা থেকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করেছেন, নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়া ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। কিন্তু ভোটের দিনেই ছন্দপতন ঘটান মিঠুন।

বেলগাছিয়া কেন্দ্রে ভোটদানের পর মিঠুন বলেছিলেন আপাতত তিনি আর রাজনীতি নিয়ে কথা বলতে রাজি নন। তাঁর রাজনৈতিক দায়িত্ব তিনি পালন করেছেন বলেও জানিয়ে দেন। মিঠুন আরও বলেন, '‘আমি একই সময়ে দু’টি কাজ করি না। আমার কাছে দলের নির্দেশ ছিল ৩০ মে পর্যন্ত রাজনৈতিক প্রচারে মনোনিবেশ করার। এখন থেকে শুধু চলচ্চিত্র, আমার পেশা নিয়ে কথা বলব। রাজনীতি নিয়ে কথা বলব না। আমি আমার রাজনৈতিক দায়িত্ব পালন করেছি।' সেদিন ভোটের লাইনে মিঠুনকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও দেয় তৃণমূল কংগ্রেস।

যাইহোক ১৬ জুন মিঠুন চক্রবর্তীর জন্মদিন ছিল। তারপরই তিনি চলে যান বেঙ্গালুরুতে। মিঠুনের হোটেলের একটি নতুন শাখা খোলার কথা রয়েছে। তাই নিয়েই ব্যস্ত তিনি। তবে সেই কারণেই উপনির্বাচনের প্রচারে নেই মিঠুন- তার কোনও স্পষ্ট জবাব নেই বিজেপির কর্মকর্তাদের কাছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শেষ হল এনুমারেশন ফর্মের কাজ, ভোটার তালিকা থেকে বাদ পড়লেন কতজন? রইল নয়া আপডেট
কলকাতায় ফের পারদপতন, জারি কুয়াশার সতর্কতা, দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া