হঠাৎ করেই বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকা। পুজোর মুখেই মাথায় হাত প্রচুর মহিলার। মূলত কাটোয়ার একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরই এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে
হঠাৎ করেই বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকা। পুজোর মুখেই মাথায় হাত প্রচুর মহিলার। মূলত কাটোয়ার একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরই এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকার সঙ্গে বন্ধ হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনার ভর্তুকির টাকাও।
26
প্রায় দেড় হাজার টাকা বন্ধ!
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় দিয়ে থাকেন ১০০০ টাকা ও পিছিয়ে পড়া তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের ১২০০ টাকা। আর উজ্জ্বলা যোজনার গ্যাসের ভর্তুকি হিসেবে কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে মাসে মাসে ৪০০ টাকা। সব মিলিয়ে প্রায় দেড় হাজার টাকা করে পাচ্ছেন না মহিলারা।
36
বিপাকে কাটোয়ার মহিলারা
সরকারি প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কাটোয়ার একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সূত্রের খবর স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে কাটোয়ার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা দেড় থেকে ২ লক্ষ টাকা ঋণ নিয়েছিল। তারপরই তাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যায়।
স্থানীয় মহিলাদের দাবি তারা স্থানীয় ব্যাঙ্ক এজেন্টের মাধ্যমে ব্যাঙ্কের ঋণ পরিষোধের জন্য টাকা দিয়েছিল। সেই ব্যাঙ্ক এজেন্টই তাদের বাধ্য করেছিল ঋণ নিতে। প্রতিমাসে সুদের টাকা ব্যাঙ্ক এজেন্ট এসে তাদের থেকে নিয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও ব্যাঙ্কে টাকা জমা পড়েনি। মহিলারা জানিয়েছেন এজেন্ট তাদের সঙ্গে প্রতারণা করেছে। সেই কারণে সুদের টাকা যেমন জমা হয়নি, তেমনই সরকারি প্রকল্পের টাকাও ঢুকছে না তাদের ব্যাঙ্কে।
56
এজেন্টের জালিয়াতি!
মহিলারা আরও অভিযোগ করেছেন, যে এজেন্ট টাকা নিয়ে দিত সেই ব্যক্তি ব্যাঙ্কের রসিদও দিত। কিন্তু বর্তমানে এজেন্টের কোনও সন্ধান পাচ্ছেন না। ব্য়াঙ্কও মহিলাদের কথা মানতে চাইছে না বলেও অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন মহিলারা।
66
ব্যাঙ্কের মতামত
ব্যাঙ্কের পক্ষ থেকে জানান হয়েছে, সুদের টাকা ঠিক মত না দেওয়ায় বহু স্বনির্ভির গোষ্ঠীর মহিলাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ মহিলাদের বলেছে, তাদের কাছে যে রশিদ রয়েছে তা ভুয়ো। বিষয়টি আইনিভাবে মিটিয়ে নিতেও পরামর্শ দিয়েছে। মহিলারা স্থানীয় মহকুমা শাসকেরও দ্বারস্থ হয়েছে।