Weather: জুনেও দক্ষিণবঙ্গে আসছে না বর্ষা! উলটো পথে যাচ্ছে মৌসুমী বায়ু, কতটা গরম থাকবে শুক্র, শনি, রবিবার?

Published : Jun 14, 2024, 06:48 AM IST

জুনেও দক্ষিণবঙ্গে আসছে না বর্ষা! উলটো পথে যাচ্ছে মৌসুমী বায়ু, কতটা গরম থাকবে শুক্র, শনি, রবিবার?

PREV
18
জুন মাসেও আসবে না বর্ষা?

উত্তরের জেলাগুলি বৃষ্টিতে ভিজলেও বৃষ্টিপাতের নামগন্ধ নেই দক্ষিণের জেলাগুলিতে।

28
জুন মাসেও আসবে না বর্ষা?

উল্ট দিকে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

38
জুন মাসেও আসবে না বর্ষা?

পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় তাপ প্রবাহেক পূর্বাভাস।

48
জুন মাসেও আসবে না বর্ষা?

শুক্রবার কী আবহাওয়া বদল হতে পারে? কী বলছে আবহাওয়া দফতর?

58
জুন মাসেও আসবে না বর্ষা?

শুক্রবার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। বজ্র বিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ও হতে পারে।

68
জুন মাসেও আসবে না বর্ষা?

সপ্তাহান্তে বৃষ্টি হবে দক্ষিণের সব জেলাগুলিতে। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইবে।

78
জুন মাসেও আসবে না বর্ষা?

সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। সারা দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভিজবে।

88
জুন মাসেও আসবে না বর্ষা?

দক্ষিণবঙ্গে এখনই ঢুকছে না বর্ষা। মৌসুমী বায়ুর গতিপথ অন্যদিকে। তাই জুনের দ্বিতীয় সপ্তাহতেও বর্ষা আসবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

click me!

Recommended Stories