Digha Rathyatra: মওকা বুঝেই ফায়দা! রথে টোটোচালকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ পর্যটকরা

Published : Jun 26, 2025, 08:42 AM IST

Digha Rathyatra 2025: রাত পোহালেই জগন্নাথদেবের রথযাত্রা। আর এবছর দীঘায় প্রথমবার রথযাত্রা। এখন থেকেই পূণ্যার্থীদের ভিড়ে গমগম করছে সৈকত শহর। আর সেই  সুযোগে ফায়দা লুঠছে একশ্রেণির হোটেল মালিক থেকে শুরু করে টোটোচালকরা। বিশদে জানুন… 

PREV
18
দীঘাজুড়ে রথের ব্যস্ততা

শুক্রবার জগন্নাথদেবের রথযাত্রা। আষাঢ় মাসের পূণ্য  এই তিথিতে বুধবার থেকেই সৈকত শহরজুড়ে ভক্ত সমাগম। প্রশাসনের আশঙ্কা প্রথমবার রথ উপলক্ষে দীঘায় দুই লাখেরও বেশি পূণ্যার্থী আসতে পারেন। যারফলে চলছে প্রশাসনের ব্যস্ততা। জোরদার করা হচ্ছে নিরাপত্তা। 

28
বাড়ছে টোটো চালকদের দৌরাত্ম্য

একদিকে দীঘাজুড়ে যখন রথের ব্যস্ততা তখন অন্যদিকে মকা বুঝে দেদার ভাড়া হাঁকাচ্ছেন টোটোচালকরা। কেউ বলছেন আমরটায় আসুন দাদা, আবার কেউ বলছেন আমারটায় আসুন দাদা ১০টা হোটেল ঘুরিয়ে দেখাব। 

38
দীঘায় হোটেল নিয়ে মাথা ব্যথা

দীঘায় আগত ভক্তদের সঙ্গে সাধারণ পর্যটকদের ভিড়ও বাড়ছে হু হু করে। প্রশাসনের কর্তাদের বড় অংশ মনে করছেন, রথাযাত্রার পুণ্যলগ্নে দিঘায় আগত ভক্তদের সংখ্যা ২ লাখ ছাপিয়ে যেতে পারে। আর এখানেই মাথা ব্যথা বাড়ছে হোটেলে জায়গা নিয়ে।

48
সুযোগ বুঝে ভাড়া বৃদ্ধি

রথযাত্রা উপলক্ষে আগে থেকেই আশঙ্কা করা হয়েছিল যে, এবার প্রচুর জনসমাগম হবে দীঘায়। আর তাতেই যেন লক্ষ্মীলাভ  দীঘার হোটেল ব্যবসায়ীদের। সুযোগ বুঝে চড়া দামে রুম ভাড়া হাঁকাচ্ছেন তাঁরা। 

58
টোটো চালকদের কমিশন

এই সময়ে দীঘা শহরজুড়ে আরও বেডে়ছে টোটোচালকদের দৌরাত্ম্য। পর্যটকদের একাংশের অভিযোগ, দীঘা স্টেশনে নামলেই শুরু হয়ে যাচ্ছে টোটোচালকদের হাঁক ডাক। রীতিমত ঘিরে ধরে টোটোতে উঠিয়ে নিচ্ছেন পর্যটকদের। 

68
কেন টোটোর দৌরাত্ম্য

জানা গিয়েছে, এই টোটো চালকরাই নিয়ে যান নামী-বেনামী হোটেলগুলিতে। কারণ, এই নামী-বেনামী একাধিক হোটেলের মালিকদের সঙ্গে বোঝাপড়া রয়েছে তাঁদের। কমিশনের অঙ্কটা ১০ শতাংশ থেকে আবার ৩০ শতাংশের মধ্যে। ভিড়ে ঠাসা দীঘায় এখন তাঁদেরই যেন রমরমা বাজার।

78
দীঘায় হোটেল ভাড়া বৃদ্ধি

দীঘায় জগন্নাথ মন্দির (Jagannath Temple, Digha) উদ্বোধনের পর থেকেই হোটেলগুলি কয়েক গুন বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ পর্যটকদের। এ বিষয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তিনি প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। নবান্নে বৈঠকেও এই প্রসঙ্গ উঠেছে। দীঘায় হোটেলের ভাড়া নিয়ন্ত্রণে রাখার নির্দেশও দেয় নবান্ন।

88
অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, যদি কোনও হোটেলের বিরুদ্ধে পর্যটকদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া নেয়, তাহলে সংশ্লিষ্ট হোটেলের এক লক্ষ টাকা জরিমানা হবে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। প্রয়োজনে হোটেলের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। পর্যটকদের সুবিধার জন্য হোটেলে পর্ষদের হোয়াটসঅ্যাপ নাম্বারের পাশাপাশি পোর্টালের লিঙ্কও দেওয়া থাকবে। সেখানে অভিযোগ দায়ের করতে পারবেন পর্যটকরা।

Read more Photos on
click me!

Recommended Stories