এই রাজ্যে ৪ লক্ষ মানুষের ৯টির বেশি সিম রয়েছে, বিজেপি সাংসদে প্রশ্নে জানাল কেন্দ্র

Published : Feb 13, 2025, 10:05 PM IST
sim cards

সংক্ষিপ্ত

রাজ্যে কতজনের কাছে ৯টিরও বেশি সিম কার্ড রয়েছে? রাজ্যসভায় এই প্রশ্ন করেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। বিজেপি সাংসদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী পি চন্দ্রশেখর সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরেন। 

পশ্চিমবঙ্গে বর্তমানে ৪ লক্ষেরও বেশি মানুষের কাছে ৯টিরও বেশি সিমকার্ড রয়েছে। বৃহস্পতিবার সংসদের এই তথ্য দিয়েছে কেন্দ্রী. সরকার। নতুন টেলিকম আইন অনুসারে কোনও ব্যবহারকারীর নাম সর্বাধিক ৯টি সিম থাকতে পারে। কিন্তু ৯টিরও বেশি সিম কারও নামে থাকাটাই বেআইনি। তাই কেন্দ্রের এই তথ্য গুরুত্বপূর্ণ।

রাজ্যে কতজনের কাছে ৯টিরও বেশি সিম কার্ড রয়েছে? রাজ্যসভায় এই প্রশ্ন করেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। বিজেপি সাংসদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী পি চন্দ্রশেখর সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ৪,০৫,৩০৭ জন বাসিন্দাকে কেন্দ্র চিহ্নিত করেছে। সংশ্লিষ্টদের কাছে ৯টিরও বেশি সিম রয়েছে। এসর্বাধিক সীমা অতিক্রম করে যাওয়ার কারণে গত পাঁচ বছরে বাংলায় ১৩ লক্ষ ৫৯ হাজার ৯৩৪টি সিম বাতিল করা হয়েছে , তথ্য দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

নিয়ম অনুসারে দেশে ৯টির বেশি সিম ব্যবহার করা যায় না। কিন্তু কয়েকটি রাজ্যের জন্য এই নিয়ম আলাদা। জম্মু ও কাশ্মীর, অসম, উত্তরপূর্বের রাজ্যগুলিতে সর্বাধিক ৬টি সিম ব্যবহার করা যায়। তার বেশি সিম কার্ড ব্যবহার করা বেআইনি। তবে পশ্চিমবঙ্গের মত সীমান্তবর্তী রাজ্যে ব্যক্তি পিছু সিমের সংখ্যা কমিয়ে আনা হতে পরে কিনা তাও জানতে চান বিজেপি সাংসদ। তবে কেন্দ্র জানিয়েছে তেমন কোনও পরিকল্পনা নেই ।

পশ্চিমবঙ্গে ভুয়ো সিম সংযোগ বন্ধ করতে কী কী পদক্ষেপ করা হচ্ছে, সেই প্রশ্নও করেন বিজেপি সাংসদ। জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। কোন কোন ব্যবহারকারীর নামে নির্ধারিত সীমার বেশি সিম চালু রয়েছে, তা প্রযুক্তির সাহায্যে খতিয়ে দেখা হয়। তার পরে সেই তথ্য অনলাইনে একটি নিরাপদ প্ল্যাটফর্ম মারফত সংশ্লিষ্ট টেলিকম সংস্থাকে দেওয়া হয়। টেলিকম সংস্থাগুলি তা পুনর্যাচাই করে সিমগুলি বন্ধ করে দেয়। গত বছরের জুন মাসে নতুন টেলিকম আইন চালু করে কেন্দ্র। ওই আইন অনুসারে, ন’টির বেশি সিম ব্যবহার করা অপরাধ। প্রথম বার আইন ভাঙলে, সর্বাধিক ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

 

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ