Murshidabad TMC News: শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে হিন্দি গানে উদ্যম নাচ তৃণমূল নেতার, ভাইরাল ভিডিয়ো

Published : Jul 21, 2025, 10:50 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

TMC News: তৃণমূলের শহিদ দিবসে বাসভর্তি কর্মী সমর্থকদের সঙ্গে হিন্দি গানে তুমুল নাচ তৃণমূলের যুব নেতার। তারপর কী হল?  বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

TMC News: ২০২৬ সের বিধানসভা নির্বাচনের আগে শেষ ২১ জুলাই। শহিদ স্মরণ দিবন অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে । ২৬-এর বিধানসভানের আগে শেষ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো ঠিক কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছেন তৃণমূল কর্মীরা। রবিবার রাত থেকেই দূর-দূরান্তের জেলা থেকে শুরু হয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের ধর্মতলার উদ্দেশে যাত্রা। শহরের সব পথ যেন আজ ধর্মতলামুখি। হাওড়া স্টেশন, শিয়ালদহ থেকে বহু কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে এসে দফায় দফায় মিছিল করে ধর্মতলার ২১-এর শহিদ মঞ্চে যাবে । হাওড়া স্টেশন থেকে মিছিল যাবে হাওড়া ব্রিজ হয়ে ব্রেবোর্ন রোড , নিউ CIT রোড , সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি চক, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় প্রবেশ করবে।

এদিকে শহিদ দিবসের অনুষ্ঠানে যাওয়ার আগে ফের ভাইরাল তৃণমূল যুব নেতার একটি ফেসবুক ভিডিয়ো। (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি Asianet News Bangla)। ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বাস ভর্তি তৃণমূল কর্মী সমর্থকরা। তারই মধ্যে বাসে চলছে হিন্দি গানে উদ্যম নাচ। ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছেন জলঙ্গির তৃণমূল যুব নেতা। সঙ্গে বাসের মধ্যে নাচের ফেসবুক লাইভও করেছেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

ভাইরাল হওয়া ওই ভিডিয়ো দেখে সাধারণ মানুষ যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, তেমনই ভিডিয়ো দেখে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবিরগুলো। বিরোধীদের কটাক্ষ-''তাহলে কী একুশে জুলাই শোকের নয়, তামাসার উৎসবে পরিণত হল''? যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এই বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের মতে, ''এই ভাবে শহিদ দিবস পালন করা কী কাম্য? নাকি তৃণমূলের শহিদ দিবস এখন বিনোদনে পরিণত হয়েছে।''

এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ভিডিয়োটি জলঙ্গির তৃণমূল নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছে তা স্পষ্ট। অন্যদিকে, শহিদ সমাবেশের ত্রিস্তরীয় মঞ্চ তৈরি । মূল মঞ্চটির উচ্চতা ১৩ ফুট। এখানেই বসবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ শীর্ষ নেতৃত্ব। পরের স্তরের মঞ্চটির উচ্চতা ১২ ফুট। এখানে বসবেন শহিদ পরিবারের সদস্যরা। মঞ্চের তৃতীয় স্তরটি মাটি থেকে ১১ ফুট উচ্চতায় তৈরি হচ্ছে। এখানে তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি ও অন্যান্য শীর্ষ নেতারা বসবেন।

ত্রিস্তরীয় এই মঞ্চের দৈর্ঘ্য হবে ৮০ ফুট। প্রস্থ ৪২ ফুট। মোট ৬০০ জন বসতে পারবেন মঞ্চে। লোহার কাঠামো দিয়ে তৈরি করা হচ্ছে গোটা মঞ্চ। পাশে আরও একটি মঞ্চ করা হয়েছে যেখানে কাউন্সিলর থেকে নেতারা বসবেন । মঞ্চের সামনে নিরাপত্তার জন্য করা হয়েছে 'D' জোন। এবং মঞ্চের পিছনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে কারণ মঞ্চের পিছন এর দিক থেকে দলনেত্রী সহ অন্যান্য ভিভিআইপিরা মঞ্চে প্রবেশ করবেন । শহরের বিভিন্ন জায়গা থেকে দলনেত্রীর বক্তব্য শোনার জন্য বিভিন্ন জায়গায় রাখা হয়েছে জায়ান্ট স্ক্রিন৷ তৃণমূলের তরফে রাখা হচ্ছে প্রায় ৪০০০ স্বেচ্ছাসেবক।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?