পরিবারের সম্মান রক্ষার নামে মেয়েদের নিজের পছন্দের পুরুষকে বিয়েতে বাধা দেওয়ার ঘটনা নতুন নয়। শুধু চাপ তৈরি করাই নয়, খুনের ঘটনাও দেখা গিয়েছে।
রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহারের মতো রাজ্যগুলিতে এই ধরনের ঘটনা নতুন নয়। এবার পশ্চিমবঙ্গেও পরিবারের বাধায় নিজের পছন্দের পুরুষকে বিয়ে করতে না পেরে এক মহিলা চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠল। এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে। শনিবার নিজের বাড়িতে শোবার ঘর থেকে এই মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৩২ বছর। পরিবারের সদস্যদের দাবি, মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন এই মহিলা চিকিৎসক। কিন্তু মৃতার পরিবারের কয়েকজন সদস্য এবং প্রতিবেশীরা জানিয়েছেন, নিজের পছন্দের পুরুষকে বিয়ে করতে চেয়েছিলেন এই মহিলা চিকিৎসক। কিন্তু তাঁকে পরিবারের বাধার মুখে পড়তে হয়। এই কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়ার জেরে আত্মহত্যা?
মৃতা চিকিৎসকের পরিজনরা জানিয়েছেন, তিনি ২০১৯ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এরপর চর্মরোগ বিশেষজ্ঞ হিসাবে হাউস স্টাফশিপ এবং ইন্টার্নশিপ সম্পূর্ণ করে বহড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে সরকারি চিকিৎসক হিসেবে যোগ দেন। কিছুদিন ধরে তাঁদের পরিবারে সমস্যা চলছিল।নিজের পছন্দের এক যুবকের সঙ্গে বিয়ের কথা বলেছিলেন এই মহিলা চিকিৎসক। কিন্তু পরিবারের সদস্যরা সেই প্রস্তাবে সম্মতি জানাননি। বাবার সঙ্গে এই মহিলা চিকিৎসকের ঝগড়া হয়। এরপর বাড়ির দোতলায় নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন তিনি। তাঁর ভাই দরজায় ধাক্কা দিলেও খোলেননি। এরপর জোর করে দরজা খুলে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান ভাই। এরপর এই চিকিৎসককে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তদন্ত শুরু পুলিশের
পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। শনিবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বেঙ্গালুরুতে আইটি কর্মীর আত্মহত্যা! স্ত্রীর অত্যাচারে অভিযোগ, ২৪ পৃষ্ঠার সুইসাইড নোট এল প্রকাশ্যে
নিয়মিত মদ্যপান করে স্ত্রীর উপর অত্যাচার, কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যা
ইউপির এক ব্যক্তি লাইভে কাঁদতে কাঁদতে ছেলেকে খুন করে আত্মহত্যা করলেন! কারণ জানলে অবাক হবেন