আর জি কর মেডিক্যাল কলেজের নৃশংস ঘটনা নিয়ে কলকাতা-সহ সারা রাজ্য, দেশ উত্তাল হয়েছে। বিদেশেও বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল হয়েছে। কিন্তু বিচারের আশা কমছে।
আদালতে বিচার বিলম্বিত হচ্ছে দেখে কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। কিন্তু তাতে কোনও লাভ হচ্ছে না। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নির্যাতনের শিকার হওয়া তরুণী চিকিৎসকের বাবা-মায়ের হতাশা বেড়েই চলেছে। আন্দোলনকারীদের নিশানায় ছিলেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। শুক্রবার এই দুই অভিযুক্ত জামিন পেয়ে গেলেন। এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়নি সিবিআই। এই কারণেই জামিন পেলেন সন্দীপ ও অভিজিৎ। এই ঘটনায় হতাশ নির্যাতিতার বাবা-মা। মৃতা চিকিৎসকের মা বলেছেন, ‘আমরা হতাশায়। বলার মতো কথা নেই। সিবিআই ৯০ দিনের মধ্যে চার্জশিট দেয়নি। তাই জামিন হয়ে গিয়েছে।’
কী সাফাই সিবিআই-এর?
সন্দীপ ও অভিজিৎ জামিন পেয়ে যাওয়ায় নির্যাতিতার পরিবারের পাশাপাশি বিচারের দাবিতে পথে নামা লক্ষ লক্ষ মানুষও হতাশ। অনেকেই সিবিআই-এর ভূমিকায় ক্ষোভপ্রকাশ করছেন। এ বিষয়ে সিবিআই-এর এক আধিকারিক বলেছেন, 'তদন্ত এখনও চলছে। জামিন হয়ে গিয়েছে বলে তদন্ত শেষ, এমনটা নয়। দ্রুতগতিতে তদন্ত চলছে। তদন্ত সম্পূর্ণ হলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে।' এ প্রসঙ্গে নির্যাতিতার মা বলেছেন, ‘আমার কী বলার আছে? আমি তো সিবিআই নই। তাহলে আমিই করে দিতাম। আমি চূড়ান্ত হতাশ।’
কেন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারল না সিবিআই?
শুক্রবার সন্দীপ এবং অভিজিতের গ্রেফতারির ৯০ দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল সিবিআই-এর। কিন্তু আদালতে সিবিআই জানায়, এই মামলার তদন্ত চলছে। তাই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হচ্ছে না। সে কথা শুনে সন্দীপ ও অভিজিতের আইনজীবী বলেন, তাঁর মক্কেলরা ৯০ দিনের বেশি সময় ধরে হেফাজতে রয়েছেন। তাই তাঁদের জামিন দেওয়া হোক। সওয়াল-পাল্টা সওয়াল শুনে সিবিআই আদালতের বিচারপতি সন্দীপ ও অভিজিতের জামিনের নির্দেশ দেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
৯০ দিন পেরোলেও চার্জশিট দিতে পারেনি সিবিআই! আরজিকর মামলায় জামিন সন্দীপ ঘোষ-অভিজিৎ মণ্ডলের