নবদ্বীপে সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা, গাড়ি ভাঙচুর, জখম একাধিক বিজেপি কর্মী

Published : Nov 06, 2025, 12:11 AM IST
Damaged Car

সংক্ষিপ্ত

Sukanta Majumdar's convoy attacked: নদিয়া জেলার নবদ্বীপে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা চালানোর অভিযোগ। একাধিক বিজেপি কর্মী আহত এবং হাসপাতালে চিকিৎসাধীন।

DID YOU KNOW ?
নবদ্বীপে উত্তেজনা
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কর্মসূচি ঘিরে নদিয়া জেলার নবদ্বীপে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল।

TMC vs BJP: রাস উৎসবের জন্য নদিয়া জেলার নবদ্বীপে যাওয়ার সময় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কনভয়ে থাকা গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই হামলায় কাধিক বিজেপি কর্মী আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপের সরকার পাড়ায় বিজেপি-র একটি কর্মসূচিতে যাওয়ার পথে সুকান্তর কনভয়ে থাকা একাধিক গাড়ি পিছিয়ে পড়ে ভুল রাস্তায় চলে যায়। তারপর নবদ্বীপ বাসস্ট্যান্ডে গাড়ি ঘোরানোর সময় হামলা চালানো হয়। অভিযোগ, রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠনের দফতর থেকে অনেকে সুকান্তর কনভয়ে থাকা গাড়িতে হামলা চালায়। তারা কনভয়কে বাধা দেয়, গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। হামলাকারীদের হাতে লাঠি ছিল বলেও অভিযোগ। দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ পেয়ে নিজের গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছন সুকান্ত। তাঁর সঙ্গেই বিজেপি-র অনেক নেতা-কর্মীও ঘটনাস্থলে পৌঁছে যান। সুকান্তর উপস্থিতিতে শাসক দলের শ্রমিক সংগঠনের দফতরে পাল্টা হামলা হয় বলে অভিযোগ।

সুকান্তর কর্মসূচি ঘিরে নদিয়ায় উত্তেজনা

কয়েকদিন আগেই কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় পুলিশের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, লাঠি চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। বুধবার কৃষ্ণনগরে বিজেপি-র থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দেন সুকান্ত। তিনি তাহেরপুরে সিএএ ক্যাম্পের সূচনা অনুষ্ঠানেও যোগ দেন। এরপর বুধবার রাতে নবদ্বীপে যান সুকান্ত। তখনই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

পুলিশকে হুঁশিয়ারি সুকান্তর

কনভয়ে থাকা গাড়িতে এবং দলীয় কর্মীদের উপর হামলা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করে সুকান্ত বলেছেন, ‘আমার দুই কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, অবিলম্বে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে, রক্তের হিসেব আমরা বুঝে নেব। অভিযুক্তদের গ্রেফতার না করা হলে, বিজেপি নিজেরাই ব্যবস্থা নিতে জানে। সেই ক্ষমতা আমাদের আছে। পুলিশ ব্যবস্থা না নিলে আবার আমরা থানা ঘেরাও কর্মসূচি করব। গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা লড়ব। বার বার যদি আমাদের কর্মীদের উপর হামলা হয়, তা হলে এ বার থেকে ঝান্ডার সঙ্গে ডান্ডাও রাখতে হবে নিজেদের সুরক্ষার জন্য।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
নবদ্বীপে তৃণমূল কংগ্রেসের হামলায় জখম একাধিক বিজেপি কর্মী
বুধবার রাতে নদিয়া জেলার নবদ্বীপে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুকান্ত মজুমদারের কনভয়ে হামলার অভিযোগ।
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: IndiGo উড়ান পরিষেবায় অচলাবস্থা অব্যাহত, সমস্যায় যাত্রীরা
রাজ্যজুড়ে আরও বাড়বে শীতের আমেজ, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? রইল আবহাওয়ার বিরাট আপডেট